Wednesday, November 12, 2025

রাজ্যসভায় ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা! একজোট I.N.D.I.A. জোট সাংসদরা

Date:

বিরোধীদের আনা প্রস্তাবে আলোচনায় সব সময় বাধা লোকসভা ও রাজ্যসভায়। অথচ একই ধরনের আলোচনা বিজেপি সাংসদরা করতে চাইলে তার অনুমতি দিচ্ছেন রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। প্রতিবাদে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার পথে ইন্ডিয়া জোট (I.N.D.I.A. Alliance)। বেশ কিছু ইস্যুতে কংগ্রেসকে সমর্থন না জানালেও এবার একজোট বিরোধী শিবিরের সব দল।

শীতকালীন অধিবেশনের শুরু থেকে প্রায় প্রতিদিন যেভাবে সংসদের দুই কক্ষে মুলতুবি (adjourned) ঘোষণা হয়েছে তাতে বিঘ্নিত হয়েছে উন্নয়নের কাজ। বিজেপি এক্ষেত্রে বিরোধীদের হট্টগোলকে দোষ দিলেও আদতে বিরোধীরা যে বিষয় নিয়েই আলোচনা চেয়েছেন, তাতেই মুলতুবি জানিয়েছেন লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান। অথচ বিজেপির ক্ষেত্রে অন্য নিয়ম দেখালেন সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।

সোমবারের অধিবেশনে বিজেপির বেশ কিছু সাংসদ সরস (SOROS)-এর সঙ্গে প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সংযুক্ত থাকার অভিযোগ তোলেন। সেই সময় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ প্রতিবাদ করেন। তাঁদের প্রশ্ন যখন চেয়ারম্যান বিরোধী সাংসদদের তোলা একাধিক ইস্যু নিয়ে আলোচনায় অনুমতি দেন না, তখন তিনি কীভাবে এই ধরনের বিষয়ের উপর আলোচনায় অনুমতি দেন।

বিরোধীদের বিক্ষোভের জেরে সোমবার তিনবার মুলতুবি (Adjourned) হয় রাজ্যসভা (Rajyasabha)। বিরোধী দলনেতা সহ বিরোধী সাংসদদের বৈঠকেও ডাকেন ধনকড়। তবে এরপর বিরোধী সাংসদরা বৈঠকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আনাস্থা আনার প্রস্তাব নিয়ে একজোট হয়ে চিন্তাভাবনা শুরু করেন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version