Thursday, August 21, 2025

লেন্সবন্দি প্রকৃতি! নেচার ফটোগ্রাফি নিয়ে অভিনব উদ্যোগ মার্লিন গ্রুপের

Date:

সবুজ সচেতনতা বাড়াতে মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক তৈরি করতে দারুণ উদ্যোগ নিল মার্লিন গ্রুপ (Merlin Group)। কলকাতায় নেচার ফটোগ্রাফি (Nature Photography)নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করেছিল সংস্থা। নাম ছিল মার্লিন গ্রিন ফ্রেমস ২০২৪ (Merlin Green Frames)। এই ধরণের উদ্যোগের নেপথ্যে পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়াই ছিল মূল লক্ষ্য। ১০ নভেম্বর ইবিজা এবং অ্যাকুয়াভিলে এই ফটোগ্রাফি প্রতিযোগিতা (photography Competition)এবং কর্মশালার আয়োজন করা হয়েছিল। গত ৮ ডিসেম্বর লেন্সবন্দি প্রকৃতির ছবি নিয়ে প্রদর্শনী করা হয়। এই প্রতিযোগিতার মেন্টর এবং বিচারক ছিলেন সন্দীপন মুখোপাধ্যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা ও তাঁর স্ত্রী। এই প্রতিযোগিতার নলেজ পার্টনার হিসাবেও ছিল ইন্ডিয়ান ফটোগ্রাফিক অ্যাকাডেমি। গতবারের মত এই নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতা থেকে এবারও উঠে এসেছিল অনেক হারিয়ে যাওয়া প্রজাতির ছবি। দেখা মিলেছে পার্পল সানবার্ড, পার্পল-রাম্পড সানবার্ড, রেড-উইস্কার্ড বুলবুল, ক্রেস্টেড সারপেন্ট ঈগল, রেড-ওয়াটলড ল্যাপউইং, গ্রে-হেডেড ল্যাপউইং, লেসার ফ্লেমব্যাক উডপেকার, এবং গ্রিন বিই-ইটার , স্পটেড ডোভ, এবং ব্ল্যাক ড্রংগো । এছাড়াও বিভিন্ন প্রজাতির প্রজাপতি- টাইগার, ব্লু টাইগার, টেইলড জে, এবং ব্রাউন এগও ক্যামেরাবন্দি হয়েছে।

মার্লিন গ্রিন ফ্রেমস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোহনা সেনগুপ্তা। ল্যান্ডস্কেপ বা প্রকৃতি বিষয়ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন অনিকেত সাহা এবং রানার আপ হয়েছেন পার্থ মুখোপাধ্যায়। নেচার ফটোগ্রাফির বার্ড সেকশনে প্রথম শিবাশিস রায় চৌধুরী, এবং রানার আপ হয়েছেন সুভাষ দাসগুপ্ত। লাইফ ইন অ্যাকশন বিভাগে প্রথম হয়েছেন, শুভায়ন সাহা এবং রানার আপ হয়েছেন শিবাশিস রায় চৌধুরী । ফ্লোরা এন্ড ফনা বিভাগে প্রথম হয়েছেন, দীপায়ন দাস এবং রানার আপ হয়েছেন সুভাষ দাসগুপ্ত। ম্যাক্র বিভাগে প্রথম স্থান পেয়েছেন, সুমন বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় প্রদীপ্ত মৌলিক। বিশেষ হোস্ট অ্যাওয়ার্ড পেয়েছে আকাশ শাহ। চলতি বছরে এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন পঞ্চাশ জনের বেশি ফটোগ্রাফার। এই ফটোগ্রাফি প্রতিযোগিতা প্রসঙ্গে মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা (Sushil Mohota)বলেন, এই প্রতিযোগীতার মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলকে অনুপ্রাণিত করেছে। এখানে প্রদর্শিত ছবি নিয়ে আগামিতে অ্যাক্রোপলিস মলে প্রদর্শনী হবে বলে জানা গেছে।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version