Thursday, August 21, 2025

আইপিএল শুরুর তিন মাস আগেই প্রস্তুতি শিবির শুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

Date:

নতুন বছরে মার্চ মাসে শুরু হবে এবারের আইপিএল। তার তিন মাস আগেই প্রস্তুতি শিবির শুরু করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবার আগে অনুশীলন শুরু করল তারা। বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়ায়। তাই শিবিরে যোগ দিতে পারেন নি।

কিন্তু বেঙ্গালুরুতে শিবিরে যোগ দিয়েছেন ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পাণ্ড্য, জিতেশ শর্মা, রজত পাটীদার-সহ তরুণ ক্রিকেটারেরা। এ বার কোহলি ও পাটীদার ছাড়া একমাত্র যশ দয়ালকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বাকি সকলেই নতুন। প্রস্তুতি শিবিরে রয়েছেন বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। কেন এত তাড়াতাড়ি তাঁরা প্রস্তুতি শুরু করেছেন তার কারণও জানিয়েছেন বোবাট। তিনি বলেন, নিলামের পর আমাদের হাতে সময় ছিল। ফ্লাওয়ার চেয়েছিল দলের ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে নিতে। বেঙ্গালুরুতেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলছে। ফলে জাতীয় দলের বাইরে প্রায় প্রত্যেক ক্রিকেটারই এখানে। ওদের শিবিরে যোগ দিতেও তাই সমস্যা হয়নি। যত দ্রুত সম্ভব নতুন ক্রিকেটারেরা বেঙ্গালুরুর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে তত সুবিধা হবে আমাদের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি বেঙ্গালুরু। প্রতি বার আশা জাগিয়েও ব্যর্থ হয় তারা। এ বার তাই আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলতে চাইছে বেঙ্গালুরু।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version