Sunday, August 24, 2025

কোচবিহার রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলন ৫ ঘণ্টাতেই প্রত্যাহার GCPA-র

Date:

কোচবিহার রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (GCPA)-এর ডাকে জোড়াই স্টেশনে শুরু হয়েছিল রেল রোকো আন্দোলন ৷ এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ বাতিল করা হয়েছে বন্দেভারত-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।৫ ঘণ্টা পর রেলের আশ্বাসে অবরোধ উঠলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রেলের আধিকারিকরা জোড়াই স্টেশনে এসে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের  সঙ্গে কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা বংশী বদন বর্মন বলেন, তাদের আন্দোলন সফল হয়েছে। কেন্দ্র সরকারের তাদের দাবি পৌঁছে দিতে রেল কর্তৃপক্ষ যে দায়িত্ব নিয়েছে তাতে তারা খুশি। তারা লিখিতভাবে রেলের কাছে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের সঙ্গে দ্রুত সংগঠনের যৌথ আলোচনায় বসানোর  জন্য পদক্ষেপ নিতে রেলের কাছে দাবি জানানো হয়েছে।রাজ্য ভাগের চক্রান্তের বিরোধিতা করে বংশীবদনের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করার ডাক দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। অসম লাগোয়া কোচবিহারের জোড়াই স্টেশনে হয় রেল অবরোধ।

বংশীবদনের এই আন্দোলনকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী বলেন, রেল লাইনে বসে কেউ এধরনের আন্দোলন করলে অনেক দূর পাল্লার ট্রেন আটকে গিয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বারংবার বলেছেন তারা রাজ্য ভাগের চক্রান্তের বিরুদ্ধে । তারাও কিছুতেই বাংলা ভাগ হতে দেবেন না৷ কারা কি উদ্দেশ্যে এই আন্দোলন করেছে বা এর পেছনে কারও মদত আছে কিনা সেটা সেই সংগঠনের ব্যাপার৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল শর্মা জানান, 15704 বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ও 15703 নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও এক্সপ্রেস রেল রোকোর কারণে বাতিল করা হয়েছে ৷ বুধবার 22227 নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ও 22228 গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস বাতিলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version