Sunday, November 9, 2025

কোচবিহার রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলন ৫ ঘণ্টাতেই প্রত্যাহার GCPA-র

Date:

কোচবিহার রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (GCPA)-এর ডাকে জোড়াই স্টেশনে শুরু হয়েছিল রেল রোকো আন্দোলন ৷ এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ বাতিল করা হয়েছে বন্দেভারত-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।৫ ঘণ্টা পর রেলের আশ্বাসে অবরোধ উঠলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রেলের আধিকারিকরা জোড়াই স্টেশনে এসে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের  সঙ্গে কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা বংশী বদন বর্মন বলেন, তাদের আন্দোলন সফল হয়েছে। কেন্দ্র সরকারের তাদের দাবি পৌঁছে দিতে রেল কর্তৃপক্ষ যে দায়িত্ব নিয়েছে তাতে তারা খুশি। তারা লিখিতভাবে রেলের কাছে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের সঙ্গে দ্রুত সংগঠনের যৌথ আলোচনায় বসানোর  জন্য পদক্ষেপ নিতে রেলের কাছে দাবি জানানো হয়েছে।রাজ্য ভাগের চক্রান্তের বিরোধিতা করে বংশীবদনের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করার ডাক দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। অসম লাগোয়া কোচবিহারের জোড়াই স্টেশনে হয় রেল অবরোধ।

বংশীবদনের এই আন্দোলনকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী বলেন, রেল লাইনে বসে কেউ এধরনের আন্দোলন করলে অনেক দূর পাল্লার ট্রেন আটকে গিয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বারংবার বলেছেন তারা রাজ্য ভাগের চক্রান্তের বিরুদ্ধে । তারাও কিছুতেই বাংলা ভাগ হতে দেবেন না৷ কারা কি উদ্দেশ্যে এই আন্দোলন করেছে বা এর পেছনে কারও মদত আছে কিনা সেটা সেই সংগঠনের ব্যাপার৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল শর্মা জানান, 15704 বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ও 15703 নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও এক্সপ্রেস রেল রোকোর কারণে বাতিল করা হয়েছে ৷ বুধবার 22227 নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ও 22228 গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস বাতিলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version