Sunday, May 11, 2025

আপাতত রুটিরুজি হারানোর আশঙ্কা নেই মন্দারমণি (Mandarmani) হোটেল মালিকদের। দিঘায় গিয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, তাঁদের পাশে আছে রাজ্য সরকার। বুধবার জগন্নাথ মন্দির (Jagannath Temple) পরিদর্শনের আগে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহ সভাপতি আসেন মুখ্যমন্ত্রীর কাছে। মন্দারমণিতে প্রায় ১৪৪টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল কোর্ট। এই আদেশ বাস্তবায়িত হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তা হয়নি।

এদিন হোটেল মালিকদের তরফে মুখ্যমন্ত্রীকে সবটা জানানো হয়। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আইনি পথেই সমাধান করতে হবে। তাদের পাশে থাকবে রাজ্য সরকার। এত মানুষের রুজি রুটি জড়িয়ে আছে। এখানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। তবে হোটেল মালিক সংগঠনকেও কিছু পদক্ষেপ নিতে হবে। সবদিক যাতে ঠিক থাকে সেইভাবেই পদক্ষেপ করা হবে। মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের (Mandarmani Hoteliers Association) সভাপতি মোমরেজ আলি জানান, মুখ্যমন্ত্রীকে এখানকার বাস্তব ও আইনি পরিস্থিতি সবটাই জানিয়েছি। তিনি মন দিয়ে শুনেছেন। কিছু পরামর্শও দিয়েছেন। আমরা সেই অনুযায়ী চলব।

তবে যেহেতু আইনি জটিলতা রয়েছে, সবদিক বিবেচনা করে, বিশেষত আইনকে সম্মান জানিয়ে এবং মানুষের রুজি রুটির কথা মনে রেখেই সবটা করা হবে। এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার সবরকমভাবে আমাদের পাশে আছে জেনে আমরা আশ্বস্ত হয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন, এটাই আমাদের সব থেকে বড় ভরসা।

Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩...

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া...

উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী...
Exit mobile version