বধূ নির্যাতনের আইনকে হাতিয়ার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করা হয়। বধূরা স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থের জন্য এই আইন ব্যবহার করছেন বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চের।
তেলেঙ্গানা হাইকোর্টে (Telengana High Court) বধূ নির্যাতনের একটি মামলায় সাজাপ্রাপ্ত এক যুবক ও তার পরিবারের দায়ের করা সুপ্রিম কোর্টের (Supreme Court) এক মামলায় কার্যত স্ত্রীদের কাঠগড়ায় তার করালেন বিচারপতি নাগরত্না। এমনকি আদালত এই বিষয়গুলিতে আইনের অপব্যবহার এবং স্ত্রী ও তার পরিবারের আস্ফালনকে শক্তি যোগানো হয় বলেও মন্তব্য করে। এই মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট একটি গুরুতর ভুল করেছে বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
তেলেঙ্গানা হাইকোর্টের এই মামলাটিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সাম্প্রতিককালে বিবাহ সংক্রান্ত জটিলতার মামলা দেশে অনেক বেড়ে গিয়েছে। যার ফলে বিবাহ প্রতিষ্ঠান (institution of marriage) নিয়ে বিরোধ ও অশান্তি বাড়ছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে বিএনএস-এর ৪৯৮-এ ধারাকে (Section 498(A) ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবহার করছেন স্ত্রীরা। তেলেঙ্গানার মামলাটিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই মামলায় স্পষ্ট প্রমাণ স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে না থাকায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করা হয়।