পিএফের ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধি নিয়ে সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে কত অর্থ বরাদ্দ করা হচ্ছে, তার খতিয়ান পেশ করল কেন্দ্র। ২০২৪ অর্থবর্ষে ভবিষ্যনিধি প্রকল্পে গ্রাহক বৃদ্ধির হার গত ১০ বছরে সর্বনিম্নে এসে দাঁড়িয়েছে। তৃণমূলের কটাক্ষ, মোদির আমলে পিএফ মানে প্রবলেমেটিক ফিউচার!

তৃণমূল কংগ্রেসের পক্ষে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পরিসংখ্যান তুলে দেখিয়ে দেওয়া হয়েছে মোদি আমলের অর্থনীতির ব্যর্থতা। তথ্য-পরিসংখ্যান বলছে, ইপিএফও-তে অবদান দশকের মধ্যে সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে, ২০২৪ আর্থিক বছরে। এই বৃদ্ধির হার মাত্র ৬.৫ শতাংশ। এটাই হল মোদীনমিক্স!
প্রধানমন্ত্রী মোদির ‘অমৃতকালে’ ইপিএফও-র অধীনে পিএফ প্রদানে ওয়াই-ও-ওয়াই (গতবছরের তুলনায় বর্তমান বছরের হার) বৃদ্ধি ২০২৩ অর্থবর্ষে তুলনায় চার ভাগের এক ভাগ। ২০২৩ অর্থবর্ষে ভবিষ্যনিধিতে অবদান বৃদ্ধি ছিল ২৫ শতাংশ। ২০২৪ অর্থবর্ষে পিএফে অবদান বৃদ্ধির হার নেমে এসেছে ৬.৫ শতাংশে। এটি গত দশ বছরে সর্বনিম্ন। এর মধ্যে শুধু ২০২০-২১ অর্থবর্ষের পরিসংখ্যান বাদ রয়েছে। এই অর্থবছরে বিশ্বজুড়ে করোনা অতিমারী চলছিল।
২০২৪ অর্থবর্ষে গ্রাহকদের অবদান বৃদ্ধির হারই শুধু কমেনি, এই ধীরগতি ইপিএফও-তে নতুন গ্রাহকের সংখ্যাও কমিয়ে দিয়েছে।
২০২৪ অর্থবর্ষে ইপিএফও-র অধীনে তৈরি নতুন আনুষ্ঠানিক চাকরির ওয়াই-ও-ওয়াই ৫ শতাংশ কমেছে। ১৩.৮ মিলিয়ন থেকে নতুন নথিভুক্ত চাকরির সংখ্যা ৫ শতাংশ হ্রাস পেয়ে ১৩.১ মিলিয়নে নেমে এসেছে। এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে অশনি সংকেত।
