Saturday, May 3, 2025

বিজেপির কৃষকনীতি থেকে ওয়াশিং মেশিন: প্রিয়াঙ্কার প্রথম লোকসভার ভাষণের প্রশংসা রাহুলের

Date:

কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে লোকসভায় (Loksabha) সুর চড়াবেন কংগ্রেসের টিকিটের প্রথমবার সাংসদ হওয়া প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), এমনটা ছিল প্রত্যাশিত। সেইমতো শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। যেখানে উঠে এলো কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত কৃষক নীতি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুরূপী রূপ নিয়ে সমালোচনা।

লোকসভার প্রথম ভাষণে প্রিয়াঙ্কা উল্লেখ করেন কিভাবে বিজেপির ভ্রান্ত কৃষক নীতির কারণে ওয়েনাড় (Wayanad) থেকে ললিতপুর পর্যন্ত কৃষকরা অত্যন্ত কষ্টে রয়েছেন। বিজেপির মিথ্যাচরের শিকার তাঁরা, দাবি প্রিয়াঙ্কারা। স্বৈরাচারী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুললে বিরোধী দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সি (central agency) দিয়ে ভয় দেখানো ও জেল বন্দি করার অভিযোগে উঠে আসে প্রিয়াঙ্কার বক্তব্যে।

এরপরেও বহু নেতা দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য বিজেপির সাহায্য নেন বলে ভরা লোকসভায় অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। কিভাবে বিজেপিতে (BJP) যোগ দিলেই ওয়াশিং মেশিনে (washing machine) নেতাদের দুর্নীতি পরিষ্কার হয়ে যায় সে কথা তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিচারিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ছোটবেলার গল্পে পড়া রাজার কথা। যিনি জনগণের বাস্তব পরিস্থিতি জানতে বেশ বদলে বাজারে বেরিয়ে আসতেন। কিন্তু আমাদের মহারাজা বেশ বদলান। তবে বাজারে বেরোনো বা মানুষের বক্তব্য শোনার শক্তি নেই তাঁর।

লোকসভার অধিবেশনে প্রথমবার বক্তৃতা দিয়ে বিরোধী দলনেতা তথা দাদা রাহুলের প্রশংসা আদায় করে প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী উল্লেখ করেন, তাঁর লোকসভার প্রথম বক্তৃতার থেকে অনেক ভালো বক্তৃতা দিয়েছেন প্রিয়াঙ্কা।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version