Sunday, August 24, 2025

বিজেপির কৃষকনীতি থেকে ওয়াশিং মেশিন: প্রিয়াঙ্কার প্রথম লোকসভার ভাষণের প্রশংসা রাহুলের

Date:

কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে লোকসভায় (Loksabha) সুর চড়াবেন কংগ্রেসের টিকিটের প্রথমবার সাংসদ হওয়া প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), এমনটা ছিল প্রত্যাশিত। সেইমতো শুক্রবার লোকসভায় প্রথমবার ভাষণ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। যেখানে উঠে এলো কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত কৃষক নীতি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুরূপী রূপ নিয়ে সমালোচনা।

লোকসভার প্রথম ভাষণে প্রিয়াঙ্কা উল্লেখ করেন কিভাবে বিজেপির ভ্রান্ত কৃষক নীতির কারণে ওয়েনাড় (Wayanad) থেকে ললিতপুর পর্যন্ত কৃষকরা অত্যন্ত কষ্টে রয়েছেন। বিজেপির মিথ্যাচরের শিকার তাঁরা, দাবি প্রিয়াঙ্কারা। স্বৈরাচারী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুললে বিরোধী দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সি (central agency) দিয়ে ভয় দেখানো ও জেল বন্দি করার অভিযোগে উঠে আসে প্রিয়াঙ্কার বক্তব্যে।

এরপরেও বহু নেতা দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য বিজেপির সাহায্য নেন বলে ভরা লোকসভায় অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। কিভাবে বিজেপিতে (BJP) যোগ দিলেই ওয়াশিং মেশিনে (washing machine) নেতাদের দুর্নীতি পরিষ্কার হয়ে যায় সে কথা তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিচারিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ছোটবেলার গল্পে পড়া রাজার কথা। যিনি জনগণের বাস্তব পরিস্থিতি জানতে বেশ বদলে বাজারে বেরিয়ে আসতেন। কিন্তু আমাদের মহারাজা বেশ বদলান। তবে বাজারে বেরোনো বা মানুষের বক্তব্য শোনার শক্তি নেই তাঁর।

লোকসভার অধিবেশনে প্রথমবার বক্তৃতা দিয়ে বিরোধী দলনেতা তথা দাদা রাহুলের প্রশংসা আদায় করে প্রিয়াঙ্কা। রাহুল গান্ধী উল্লেখ করেন, তাঁর লোকসভার প্রথম বক্তৃতার থেকে অনেক ভালো বক্তৃতা দিয়েছেন প্রিয়াঙ্কা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version