Saturday, November 15, 2025

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কোটিপতি গুকেশ, কত টাকা পুরস্কার মূল্য পেলেন ভারতীয় এই দাবাড়ু ?

Date:

গতকাল নজির গড়েন ডি গুকেশ। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় এই দাবাড়ু। সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। আর এরপরই শুভেচ্ছের জয়ারে ভাসতে থাকেন ভারতীয় এই দাবাড়ু। তবে শুধু শুভেচ্ছা নন, টাকার জোয়ারে ভাসতে শুরু করেছেন গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ১১ কোটি ১৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন গুকেশ। আর এবার গুকেশের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। ৫ কোটি টাকা গুকেশকে দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের অনবদ্য সাফল্যকে সম্মান জানাতে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। গুকেশের এই জয় গোটা দেশকে গর্বিত করেছে। খুশি এনে দিয়েছে দেশবাসীর মনে। আশা করি আগামী দিনেও এইভাবেই এগিয়ে যাক গুকেশ।“

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ছিল ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পুরস্কারমূল্য ছিল ২ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, ভারতীয় মূদ্রায় প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অপরদিকে দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা । ২৫ লক্ষ পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। আর এবার যোগ হল ৫ কোটি টাকা।

আরও পড়ুন- আগামিকাল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, গাব্বায় নামার আগে কামিন্সদের হুঙ্কার টিম ইন্ডিয়ার

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version