Friday, November 7, 2025

সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশকে শুভেচ্ছা মোদি-মমতার

Date:

এদিন অনন্য নজির গড়েন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভারতিয় এই দাবাড়ু। এদিন শেষ গেমে গুকেশ হারান চিনের ডিং লিরেনকে। আর এই জয়ের পরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করেন গুকেশ। গুকেশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

 

এদিন গুকেশকে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, “ অনেক শুভেচ্ছা ডি গুকেশ। অনেক শুভেচ্ছা এই কৃতিত্বের জন্য। তোমার কঠোর পরিশ্রম এই সাফল্য পেতে সাহয্য করেছে। আগামি দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল।“

 

অপর দিকে মমতা লেখেন, “ অনেক অনেক অভিনন্দন ডি গুকেশ। তুমি ইতিহাস তৈরি করেছ সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। তোমার এই সাফল্যের জন্য গোটা ভারতবাসী গর্বিত। “

 

বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ এবং ডিং-এর। ম্যাচে এদিন প্রথম থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রথমদিকে লিড ছিল চিনা দাবাড়ুর দখলেই। কিন্তু ধীরে ধীরে পরপর গেম জিতে খেতাবি লড়াইয়ে কামব্যাক করেন গুকেশ। ম্যাচের একেবারে শেষদিকে বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমতা ফেরান চিনা প্রতিযোগী। ১৩ গেমের শেষে দুই দাবাড়ুর স্কোরই ছিল ৬.৫। যার ফলে ১৪তম গেমটি মরণবাঁচন হয়ে দাঁড়ায় দুই দাবাড়ুর কাছে। তবে শেষ হাসি হাসেন গুকেশ। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সে জিতবে। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হল না। যার সুবাদে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। আর এর ফলে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরার তাজ উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। আর নজির গড়েই কেঁদে ফেলেন ভারতের তরুণ দাবাড়ু।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সফরে কি যাবেন শামি? এল বড় আপডেট

 

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version