Sunday, November 9, 2025

ট্রাম্প জমানায় নতুন নাগরিকত্ব আইন আসার সম্ভাবনা প্রথম থেকেই শোনা গিয়েছিল। নাগরিক হওয়ার শর্ত বদল করারও ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই সঙ্গে কড়া হাতে দমন করবেন বেআইনি অনুপ্রবেশ (illegal immigration)। এর ফলে প্রায় ১৮০০০ ভারতীয় ইতিমধ্যেই বেআইনি অনুপ্রবেশকারীর তালিকাভুক্ত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগ গুজরাট (Gujarat), পাঞ্জাব (Punjab) এবং অন্ধপ্রদেশের (Andhra Pradesh)।

বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমানা দিয়ে লোহার পাঁচিল তুলতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের (ICE) হিসাব অনুযায়ী গত তিন বছরে আমেরিকায় বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন প্রায় ৯০ হাজার ভারতীয়। সাম্প্রতিক তথ্যে ১৭,৯৪০ ভারতীয়কে তালিকাভুক্ত করা হয়েছে যাদের আমেরিকার বাসিন্দা হিসাবে বৈধ কাগজপত্র নেই। মার্কিন হিসাব অনুযায়ী মেক্সিকো এবং এল সালভাডোরের পরে আমেরিকায় সবথেকে বেশি অবৈধ নাগরিক ভারত থেকেই গিয়েছেন।

আমেরিকার হিসাব অনুযায়ী ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় (illegal immigrants) আমেরিকায় বসবাস করেন। সর্বশেষ ২০২২ সালে অক্টোবর মাসেও অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের প্লেনে করে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। সম্প্রতি আমেরিকার দাবি ভারত সরকারের তরফ থেকে অবৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার সহযোগিতা করা হচ্ছে না। তবে নভেম্বর ২০২৪-এ আমেরিকা যে অবৈধ নাগরিকদের তালিকা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা না করলে এই বাসিন্দাদের কি পরিণতি হবে তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version