কেকেআর ঝাঁপায়নি তাঁর জন্য, নতুন দলে গিয়ে মুখ খুললেন নীতীশ রানা

এক সাক্ষাৎকারে নীতীশ রানা বলেন, “ কখনও কখনও আমরা অনেক কিছু ভাবি।

২০২৫ আইপিএল-এর মেগা নিলামে নতুন করে দল সাজিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি দল। নিজেদের পুরোনো দল ছেড়ে নতুন দলে গিয়েছেন ক্রিকেটাররা। ঠিক যেমনটা হয়েছে নীতীশ রানার সঙ্গেও। দীর্ঘ ৭ বছর কলকাতা নাইট রাইডার্সে ছিলেন তিনি। তবে এই বছর রানাকে রিটেন করেনি কেকেআর। এমনকি মেগা নিলামেও রানার জন্য ঝাঁপায়নি কলকাতা । নীতীশকে দল নেয় রাজস্থান । আর নতুন দলে যাওয়ার পর মুখ খুললেন রানা । বললেন, আমি আবার ভারতীয় দলে ফিরতে চাই। আর সেক্ষেত্রে আমাকে সাহায্য করবেন দ্রাবিড়।

এক সাক্ষাৎকারে নীতীশ রানা বলেন, “ কখনও কখনও আমরা অনেক কিছু ভাবি। গল্প বানাই। মনে হয় এই প্রশ্নটা করলে আমাকে লোকে কী ভাববে। কিন্তু দ্রাবিড়ের সঙ্গে কাজ করে আমার মাথায় কখনও এটা আসেনি।“ এরপরই রানা আরও বলেন, “ আমার প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলেছিলাম দ্রাবিড়ের প্রশিক্ষণে। আমি আবার ভারতীয় দলে ফিরতে চাই। দ্রাবিড়কে বলেছি আমি সেই কথা। ওঁনার সাহায্য প্রয়োজন। দ্রাবিড় জানিয়েছেন আমাকে সাহায্য করবেন। অনেক পরিশ্রম করতে হবে। রাজস্থান দল এবং আমার কেরিয়ার দু’দিকেই নজর রাখবেন দ্রাবিড়।“

আইপিএলের নিলামে ৪ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে রানাকে কিনেছে রাজস্থান। ২০১৮ থেকে কেকেআরে ছিলেন রানা। তার আগে দু’বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। আসন্ন আইপিএল-এ রাজস্থানের জার্সিতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন- গাব্বায় নেমেই অজি সমর্থকদের কটাক্ষের মুখে সিরাজ, ভাইরাল ভিডিও