Sunday, November 9, 2025

সংবিধানে নয়, মনুস্মৃতিতে আস্থা বিজেপির! সাভারকর প্রসঙ্গ তুলে সংসদে তোপ রাহুলের

Date:

ফের সাভারকর নিয়ে তোপ দাগলেন কংগ্রেস (Congress) সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। “সংঘ পরিবার সংবিধানে বিশ্বাস করে না, মনুস্মৃতিতে বিশ্বাস করে”- ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনায় এই ভাবেই তোপ দাগেন রাহুল।

শুক্রবার, সংসদের (Parliament) প্রথম ভাষণে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন নব নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁর কথায়, “সংবিধান মেনে দেশ চলে, সংঘের বিধান নয়।” এদিন লোকসভায় দাঁড়িয়ে সাভারকর প্রসঙ্গ তোলেন রাহুল। বলেন, “বিনায়ক দামোদর সাভারকর স্পষ্ট বলেছিলেন, আমাদের সংবিধানে ভারতের কিছু নেই। আজ সংবিধান রক্ষার কথা বলছেন মানে আপনারা সাভারকরকে মানছেন না। তাঁকে ছোট করছেন, তাঁকে অসম্মান করছেন।” এর পরেই বিজেপিকে (BJP) তুলোধনা করে লোকসভার বিরোধী দলনেতা বলেন, “আমরা সবসময় সংবিধানকে মেনে চলি। কিন্তু বিজেপি সেটা করে না। ওদের গ্রন্থ মনুস্মৃতি।”

সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এর আগে একাধিকবার চাপে পড়েছেন রাহুল। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। তার পরেও এদিন সংসদে বিশেষ আলোচনায় সাভারকরের নাম করে তোপ দাগেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন সরাসরি সাভারকরের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে আপস করার অভিযোগ তুলে তিনি বলেন, “গান্ধীজিকে জেলে যেতে হয়েছে, নেহরুকেও জেলে যেতে হয়েছে, অথচ সাভারকর ইংরেজদের কাছে মাফিনামা পাঠালেন।”

এদিকে, রাহুল যখন সংসদে দাঁড়িয়ে সাভারকরকে তোপ দাগছেন, তখনই ভারত জোড়ো যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের এক সভায় সাভারকরকে নিয়ে একই রকমের মন্তব্যের জেরে তাঁকে সমন পাঠিয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ের এক আদালত। গত বছর তাঁর মন্তব্য নিয়ে মানহানির মামলা করেন নৃপেন্দ্র পাণ্ডে নামের এক আইনজীবী। সেই মামলায় ১০ জানুয়রির মধ্যে রাহুলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version