Saturday, August 23, 2025

রাহুলের পাশে দাঁড়ানোর খেসারত! মধ্যপ্রদেশে ‘ইডির চাপে’ আত্মঘাতী দম্পতি

Date:

মধ্যপ্রদেশের (Madhyapradesh) সেহোরে জেলার এক ব্যবসায়ী দম্পতির আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় এবার বিজেপি সরকারের এজেন্সি (central agency) প্রয়োগের রাজনীতি। বরাবর দেশের বিরোধী দলগুলি অভিযোগ করে এসেছে রাজনৈতিক নেতাদের চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োগ করেছে মোদি সরকার। এবার সেই অভিযোগে আত্মঘাতী মধ্যপ্রদেশের দম্পতি, যাঁরা রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় সমর্থন জানিয়েছিলেন।

সেহরের (Sehore) বাসিন্দা মনোজ পার্মার ও তাঁর স্ত্রী সুইসাইড নোটে ইডিকেই (enforcement directorate) তাঁদের মৃত্যুর জন্য দায়ী করেছেন। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় মনোজের ছেলে রাহুল গান্ধীর হাতে নিজের পিগি ব্যাংক তুলে দিয়েছিল সমর্থনের প্রতীক হিসেবে। এরপর থেকেই ক্রমাগত মনোজের ইন্দোর (Indore) ও সেহরের (Sehore) সম্পত্তি নিয়ে তদন্তের নামে মানসিক অত্যাচার চালাতে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভিযোগ পরিবারের।

মনোজের তিন সন্তান ১৩, ১৬ ও ১৮ বছর বয়সি। সুইসাইড নোটে (suicide note) হয়রানির অভিযোগের পাশাপাশি সেই তিন সন্তানের দায়িত্ব রাহুল গান্ধীকে নেওয়ার জন্য অনুরোধ করে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই মনোজের বহু সম্পত্তি এবং ৩.৫ লক্ষ টাকার ব্যাঙ্ক ব্যালেন্স বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ২০১৭ সালের সিবিআইয়ের তদন্তাধীন অর্থ তছরুপের মামলা সহ সাত কোটি টাকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগও এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগে তাঁকে জেলেও ভরা হয়েছিল।

তবে পরিস্থিতি সব থেকে খারাপ হয় রাহুল গান্ধীর হাতে মনোজের ছেলে নিজের পিগি ব্যাঙ্ক তুলে দেওয়ার পর থেকেই। এর পরই ইডির (enforcement directorate) চাপ বাড়তে থাকে বলে অভিযোগ। ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের বাসিন্দা, মনোজের ভাই কৈলাসের দাবি তদন্তের নামে হয়রানির কারণে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ছিলেন মনোজ ও তাঁর স্ত্রী। এরপরই তাঁরা চরম সিদ্ধান্ত নেন।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version