Saturday, November 8, 2025

বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

Date:

বিজয় দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করল সেনাবাহিনী। জিওসি (আইএনসি) ইস্টার্ন কমান্ড রামচন্দ্র তিওয়ারি বলেন, বাংলায় আমরা সবরকম সাহায্য পাই মুখ্যমন্ত্রীর তরফে। রাজ্য সরকারের সঙ্গে আমাদের একাধিক বিষয়ে মত বিনিময় করি এবং বিভিন্ন অনুষ্ঠানও করে থাকি। উনি এখানে এসেছেন, এটা আমাদের গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রেসকোর্সে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে স্মরণ করে দেশের জন্য তাঁদের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমরা সবসময় গর্বিত। সেনাবাহিনী তাঁদের বলিদান ও কাজের মধ্যে দিয়ে আমাদের গর্বিত করেছে। আমাদের সেনাবাহিনীর শারীরিক সক্ষমতা ও নৈতিক দিকও প্রশংসাযোগ্য। এই বিজয় দিবসে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রেক্ষিতে বাংলা ও দেশের ভূমিকা উল্লেখযোগ্য। আমরা কোনওদিন মুক্তিযোদ্ধাদের ভুলতে পারব না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে আত্মত্যাগ ও বলিদান রয়েছে তা ভোলার নয়। যদিও এখনকার বাংলাদেশের পরিস্থিতি জানি না। এ-বিষয়ে কেন্দ্র এবং ভারতীয় সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। বাহিনীর শৌর্যের কথা বলতে গিয়ে তিনি চিন যুদ্ধের প্রসঙ্গ তোলেন। এরপর ১৯৭১-র মুক্তিযুদ্ধের কথা বলেন। এ প্রসঙ্গে প্রয়াত লতা মঙ্গেশকরের কালজয়ী সেই গানের (অ্যায় মেরে ওয়াতন কে লোগো) কথাও তিনি তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন এই বিজয় দিবসে তাঁদের শ্রদ্ধা জানাই।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version