Saturday, December 20, 2025

পছন্দের শহর কলকাতায় এআই প্রযুক্তি ব্যবহারে জোর নারায়ণ মূর্তির

Date:

Share post:

সারা দেশের সংস্কৃতির পিঠস্থান কলকাতা, রবিবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (ICC) শতবর্ষ উদযাপনের (centenary celebration) উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির (Narayan Murthy)। তিনি বলেন, আমি যখন কলকাতার কথা ভাবি, তখন আমি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সুভাষচন্দ্র বসু, অমর্ত্য সেন এবং অন্যান্য ব্যক্তিত্বের কথা মনে করি।

রবিবার আইসিসির (ICC) শতবর্ষ উদযাপনের সূচনা হয় কলকাতা টাউনহলে (Town Hall)। এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পদ্মভূষণ নারায়ণ মূর্তি। দীর্ঘ ১০০ বছর ধরে ক্ষমতা এবং দূরদৃষ্টি প্রদর্শন করা আইসিসির প্রশংসা করেন ইনফোসিস (INFOSYS) প্রতিষ্ঠাতা। যদিও বিশ্বের বাণিজ্যিক সংস্থাগুলির নিরিখে ভারতীয় সংস্থাগুলিকে আরো কঠিন পরিশ্রম করতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ভারতে এখনো ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন (free ration) দিতে হয়। যার অর্থ এখনো ভারতের ৮০ কোটি মানুষ দরিদ্র। দারিদ্র দূরীকরণে আরো কর্মসংস্থানের পথ খোলার উল্লেখ করেন তিনি এবং সেখানে চাবিকাঠি হতে পারে এন্টারপ্রেনিয়রশিপ।

ভারতের উন্নতির চাবিকাঠি হিসেবে যুবসমাজকে আরো কঠিন পরিশ্রমের পরামর্শ দেন তিনি। এক্ষেত্রে তিনি আবার সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের উপরেই জোর দেন। সেই সঙ্গে তিনি শিল্পকে বৈপ্লবিক পরিবর্তন দেওয়া এআই প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন।। স্বাস্থ্যক্ষেত্র থেকে পরিকাঠামো গত সমস্যা মেটাতে এআইয়ের উপর নির্ভরশীলতায় তিনি জোর দেন। সেইসঙ্গে কর্মক্ষেত্রে সম্মান বজায় রাখাকেও গুরুত্ব দেন। তাঁর কথায়, সাফল্যের চাবি লুকিয়ে সম্মানে এবং সম্মান আদায় হয় ধারাবাহিক, উচ্চমানের কাজ এবং সততার মধ্যে দিয়ে।

রবিবারের অনুষ্ঠানে নারায়ণ মূর্তি ছাড়াও উপস্থিত ছিলেন আইসিসির প্রেসিডেন্ট অভ্যুদয় জিন্দাল, আইসিসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, শিল্পপতি ব্রিজ ভূষণ আগরওয়াল, পার্থিব নেওটিয়া সহ বিশিষ্ট শিল্পপতিরা।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...