Sunday, August 24, 2025

তবলা উস্তাদ জাকিরের প্রয়াণ, শোকবার্তা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর

Date:

অকস্মাৎ স্তব্ধ জাকিরের তবলার বোল। দেশের এক অন্যতম নক্ষত্রের পতনে শোকপ্রকাশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। শুধুমাত্র ভারত নয়, জাকির হোসেন (Zakir Hussain) তাঁর ছন্দে জুড়েছিলেন বিশ্বের সঙ্গে ভারতকে। এমন এক শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)।

পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী জাকির হোসেনের (Zakir Hussain) আইকনিক শিল্পের কথা শোকবার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তবলা উস্তাদ জাকির হোসেনজির প্রয়াণে গভীরভাবে শোকাহত, একজন সত্যিকারের প্রতিভাবান হিসাবে তিনি চিরস্মরণীয় থাকবেন যিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীত (Indian classical music) নিয়ে বিশ্বে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি তবলাকে এক আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছিলেন যেখানে তাঁর অতুলনীয় ছন্দে মোহিত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এর মাধ্যমেই তিনি বিরামহীনভাবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্ব সংগীতের সঙ্গে মিশিয়েছিলেন যা তাঁকে সংস্কৃতিক ঐক্যের এক আইকন (icon) তৈরি করে দিয়েছে।

তাঁর আইকনিক উপস্থাপনা এবং গভীর সুর সৃষ্টি পরবর্তী প্রজন্মের সংগীত শিল্পী এবং সংগীত অনুরাগীদের অনুপ্রেরণার কাজ করে যাবে। তাঁর পরিবার, বন্ধু এবং বিশ্বের সংগীত সম্প্রদায়ের মানুষের প্রতি আমার গভীর সমবেদনা।”

আমেরিকার সান ফ্রান্সিসকোয় জাকির হোসেনের আকস্মিক প্রয়াণ গোটা দেশের কাছে বড় আঘাত। সেই আঘাতের উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Chief Minister) বার্তা, “প্রখ্যাত উস্তাদ এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তবলা বাদক জাকির হোসেনের আকস্মিক প্রয়াণে গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত। এটা আমাদের দেশের এবং গোটা বিশ্বের তাঁর লক্ষ লক্ষ অনুরাগীদের জন্য এক বিরাট ক্ষতি। তার পরিবার, বন্ধু এবং মহান শিল্পীর অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version