Saturday, November 8, 2025

জাল পাসপোর্ট (fake passport) তৈরি করে তা বাংলাদেশের নাগরিকদের হাতে তুলে দেওয়ায় এবার নাম জড়ালো ডাক বিভাগের। পোস্ট অফিসের (postal department) এক অস্থায়ী কর্মীকে (contractual worker) গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই গ্রেফতারিতে অনেকাংশে খুলেছে এই চক্রের জাল। তবে কোথায় রয়েছেন জাল পাসপোর্ট ধারীরা এবার খোঁজ শুরু পুলিশের। এপর্যন্ত এই তদন্তে গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো চারজনে।

রাজ্যের জাল পাসপোর্ট চক্র চালানোর পিছনে সরকারি সংস্থার যে হাত রয়েছে তা নিয়ে সন্দেহ ছিলই কলকাতা পুলিশের। এর আগে ধৃত ৩ অভিযুক্তের সূত্র ধরে এবার জালে ডাকবিভাগের (postal department) অস্থায়ী কর্মী (contractual worker) তারকনাথ সেন। বসিরহাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু জাল পাসপোর্ট।

পাসপোর্ট তৈরিতে বড় ভূমিকা থাকে ডাক বিভাগের। পোস্টের মাধ্যমে উপভোক্তার হাতে পৌঁছে যায় পাসপোর্ট। পুলিশের তদন্তে উঠে এসেছে ডাক বিভাগের এই অস্থায়ী কর্মী পাসপোর্টে ভুয়ো ঠিকানা (fake address) জুড়ে তা ভো নাগরিকদের হাতে তুলে দেওয়ার কাজ করতেন। পোস্ট অফিস থেকেই ভুয়ো ঠিকানা জোড়া হত জাল পাসপোর্টে। এমনকি ভুয়ো পরিচয়পত্রগুলিতেও (fake identity) ভুয়ো ঠিকানা জোড়ার কাজ পোস্ট অফিস থেকেই চালানো হত বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর দাবি নির্দিষ্ট কয়েকটি পোস্ট অফিসের (post office) মাধ্যমে দেওয়া হত এই ভুয়ো ঠিকানার পাসপোর্টগুলি। আপাতত সেই পোস্ট অফিসগুলি নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে যাদের হাতে রয়েছে এই ভুয়ো পাসপোর্ট (fake passport) তারা এখন কোথায় খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version