Wednesday, November 5, 2025

বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! শ্রীরামপুরের পুরকর্মীর দেহ উদ্ধার হিমাচলে

Date:

হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়া যুবকের মৃত্যুর খবর এসে পৌঁছালো শ্রীরামপুরের (Srirampur) বাড়িতে। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও হিমাচল (Himachal Pradesh police) পুলিশের অনুমান পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে অভিজিৎ দত্ত নামে শ্রীরামপুর পুরসভার (Serampore Municipality) কর বিভাগের ওই কর্মীর। ঘটনায় দ্রুত দেহ সৎকার করা নিয়ে তৎপর হয়েছে শ্রীরামপুর পুরসভা কর্তৃপক্ষ।

শ্রীরামপুর পুরসভা এলাকার কালীতলায় মায়ের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন অভিজিৎ। কিছুদিন আগে একাই হিমাচলের সিমলা এলাকায় বেড়াতে (solo trip) যান। সোমবার দুপুরে তাঁর মৃত্যুর খবর শ্রীরামপুরে পৌঁছায়। হিমাচল পুলিশ জানায়, রবিবার চেল (Chel) এলাকায় অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় জুঙ্গা (Junga) এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে শিমলার (Shimla) ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার বিকেলে সেখানেই তিনি মারা যান। স্থানীয় পুলিশ অভিজিতের ফোনের সূত্র ধরে তাঁর কর্মস্থান শ্রীরামপুর পুরসভার সঙ্গে যোগাযোগ করে।

শ্রীরামপুর পুরপ্রধান (municipal chairman) গিরিধারী সাহা জানান, তিনি হিমাচল প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয় পুলিশ জানায়, অভিজিৎ অচেতন থাকায় তাঁর বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। পুরপ্রধান আরও বলেন, “অভিজিতের বন্ধুরা এবং সহকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। দিল্লিতে থাকা তাঁর এক বন্ধু মঙ্গলবার শিমলায় পৌঁছাবেন। এরপর দেহ সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version