Wednesday, November 5, 2025

আরজি করের ঘটনার প্রতিবাদের নামে বারাসত কলেজে তাণ্ডব SFI-এর

Date:

রণক্ষেত্র ছাত্রাঙ্গন। আরজি কর হাসপাতালে (RG Kar Medical College & Hospital) চিকিৎসক তরুণীর খুনের ঘটনার প্রতিবাদের নামে বারাসত কলেজে ‘গুন্ডামি’র অভিযোগ SFI-এর বিরুদ্ধে। মধ্যমগ্রাম থেকে বারাসত জেলাশাসকের কার্যালয় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল এসএফআই (SFI)। মিছিল শেষে তারা জোর করে বারাসত কলেজে ঢুকতে গেলে বাধা দেয় টিএমসিপি (TMCP)।বারাসত গর্ভমেন্ট কলেজেও একই ঘটনা। এরপরই বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। হামলা ঠেকাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দু’জন পুলিশ কর্মী। পরিস্থিতি সামলাতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ (RAF)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমায়েত পাল্টা জমায়েত ঘিরে কলেজ চত্বরে রণক্ষেত্রর চেহারা তৈরি হয়। বহিরাগতদের কলেজে ঢুকে কলেজের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না বলে স্লোগান দেয় টিএমসিপি। কিন্তু SFI-এর সদস্যরা কোনও কথা শুনতে চাননি। উল্টে তাঁরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপরে চড়াও হয় বলে অভিযোগ।এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এসএফআই নাটক করে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। আরজি কর কেসে ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে কলকাতা পুলিশ ধরেছে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সিবিআই চেয়েছিলেন। আদালতে ট্রায়াল চলছে। তারপরেও এসব কেন?  তিনি বলেন, “সিপিএম জমানায় অনিতা দেওয়ান বা বর্ণালী দত্ত কিংবা তাপসী মালিক ধর্ষণ খুনের ঘটনা ভুলে এসএফআই কি এখন মঙ্গল গ্রহ থেকে আসা ধোওয়া তুলসীপাতা সাজছে?” তাঁর কথায়, এসএফআই নেতারা নিজেদের লোকেদের জেতাতে পারেন না,মিছিলে লোক হয় না তাই সিপিআইএমের মদতে এইসব কর্মসূচির নামে খবরে থাকার চেষ্টা। বাংলার মানুষ বাম জমানা ভোলেননি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version