Wednesday, November 12, 2025

আরাবুলকে আইনি নোটিশ শওকতের, ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারি

Date:

ভাঙড়ের চালিকাশক্তি কার হাতে থাকবে তা নিয়ে আরাবুল-শওকত তরজা তুঙ্গে। ‘সম্মানহানি’-র অভিযোগে আরাবুল ইসলামকে আইনি নোটিশ ধরিয়েছেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা।সম্প্রতি শওকত মোল্লাকে আক্রমণ করে প্রকাশ্য সভায় আরাবুল ইসলাম বলেছিলেন, ওঁর ছেলে কনট্রাক্টর, বউ কনট্রাক্টর, আত্মীয়রা সকলে কনট্রাক্টর। কোটি কোটি টাকার ব্যবসা হয়। পুরো টাকাটাই শওকত মোল্লা নিয়ে চলে আসেন। তিনি আবার ভাঙড়ের কী উন্নয়ন করবেন! শওকতকে ‘তোলাবাজ’ বলেও কটাক্ষ করেন আরাবুল। তিনি আরও দাবি করেন, ভাঙড়ে ছাতা-কম্বল-শীতবস্ত্র দেওয়ার নাম করে তোলাবাজি করছেন শওকত।

এই মন্তব্যগুলির প্রেক্ষিতে আরাবুলকে আইনি নোটিশ দিয়েছেন শওকত মোল্লা। তিনি দাবি করেছেন, সম্মানহানির চেষ্টা করছেন এই নেতা।তার আরও সংযোজন, কে কী বলল সেই বিষয়ে আমরা কোনও গুরুত্বই দিই না। লোকজনের দাম বাড়িয়ে লাভ নেই। ও কোন হরিদাস পাল!ভাঙড়ে  একসময় দাপুটে নেতা ছিলেন আরাবুল ইসলাম।যদিও পরে বেশ কিছুদিন বারুইপুর সংশোধনাগারে বন্দি ছিলেন আরাবুল। বর্তমানে ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। তাঁর হাত ধরে ভাঙড়ে তৃণমূলের সংগঠন আরও মজবুত হয়েছে। লোকসভা নির্বাচনেও সেখানে ভালো ফল করেছে তৃণমূল।অন্যদিকে, ‘হারানো জমি’ ফেরত পেয়ে মরিয়া আরাবুলও।

শওকত আরও বলেন, আমার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই অসম্মানজনক মন্তব্য করেছেন আরাবুল ইসলাম। তাই তাঁকে আইনি চিঠি দিয়েছি। আশা করি জবাব দেবেন। না হলে আইনের পথেই লড়াই হবে।শুধু আমি নয়, আমার স্ত্রী, মা, বাবা, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। তাকে আইনি চিঠি দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছি। তিনি তা না করলে, কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version