Saturday, August 23, 2025

‘পুষ্পা-টু’ ঝড়ে হল পাচ্ছে না বাংলা ছবি! সমস্যার সুষ্ঠু সমাধানের আশা কুণালের

Date:

হাতে আর মাত্র একটা দিন। বাঙালির শীতের সিনে মেজাজকে সম্পূর্ণ করে তুলতে আগামী ২০ তারিখ মুক্তি পেতে চলেছে চার-চারটে বাংলা ছবি। ‘সন্তান’(Shontaan), ‘খাদান’ (Khadaan), ‘চালচিত্র’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’। ট্রেলারে চারটি ভিন্ন স্বাদের চিত্রনাট্যের আভাস মিলেছে। প্রিয় তারকার ছবি দেখার জন্য যখন উন্মাদনা বাড়ছে তখন ‘পুষ্পা টু’ (Pushpa 2) ঝড়ে প্রেক্ষাগৃহে কতটা সিনেমা দেখার সুযোগ মিলবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, হিন্দি ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ দিতে হবে।

সিনেমাহলে চলছে তুমুল ‘পুষ্পা রাজ’। পাশাপাশি পুজোয় মুক্তি প্রাপ্ত ‘বহুরূপী’র মেজাজেও মজে আছেন বাঙালি দর্শক। এই অবস্থায় প্রাক বড়দিন উপলক্ষে যে চারটে বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা সেগুলোর হল (শো) পাওয়া নিয়ে সমস্যার কথা শোনা যাচ্ছে।এখানেই শেষ নয়, বলিউডের আরও দুটি ছবি, বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ (baby john) এবং ‘মুফাসা: দ্য লায়ন কিং’ (Mufasa the lion king) লাইনে রয়েছে। অ্যাডভান্স বুকিং শুরু হতেই দেখা গেল, সর্বাধিক প্রায় ১৫টি হল পেয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। অন্যদিকে প্রতিম ডি দাশগুপ্তর ’চালচিত্র’ (Chaalchitra) পেয়েছে মাত্র ১ টি সিনেমাহল। ‘৫ নং স্বপ্নময় লেন’ পেয়েছে একটি। এ ছাড়া দেব- যিশু (Dev & Jishu U Sengupta) অভিনীত বিগ বাজেট ছবি ‘খাদান’-এর (Khadaan) প্রায় একই অবস্থা, ভাগ্যে একটি মাত্র সিনেমাহল। যদিও অ্যাডভান্স বুকিং শুরু হয়নি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘সন্তান’ সিনেমা। গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘পুষ্পা ২, চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, ৫ নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। বড় কম কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক।’ এই পোস্টের সঙ্গে সব কটি সিনেমার ছবিও সমাজ মাধ্যমে আপলোড করেছেন কুণাল।

এত জন হেভিওয়েট পরিচালক এবং অভিনেতাদের ছবি মুক্তি পেতে চলেছে। তাই সিনেমাহল সংকট না কাটলে বাঙালির বড়দিনের বিনোদন প্রেমের আমেজটা যে অনেকটাই ম্লান হয়ে যাবে তা বলাই বাহুল্য। হাতে যেহেতু আরও একটা দিন রয়েছে তাই আশাবাদী প্রযোজকরা।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version