Tuesday, November 4, 2025

১০ বছরের কন্যাকে পিটিয়ে খুন! পাক দম্পতির যাবজ্জীবন ব্রিটেনে

Date:

দশ বছরের সারা শরিফকে পিটিয়ে মারার ঘটনায় তার বাবা এবং সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্রিটিশ আদালত (UK court)। সেইসঙ্গে বাবার এক ভাইকেও জেলের সাজা ঘোষণা করা হল। ২০২৩ সালের ১০ অগাস্ট ইংল্যান্ডে(Eangland) উদ্ধার হয় ১০ বছরের সারা শরিফের দেহ। এক বছরেরও বেশি পরে পাকিস্তান (Pakistan) থেকে সেই খুনের কথা স্বীকার করে সারার বাবা উরফান শরিফ।

ইংল্যান্ডের উরফানের বাড়ি থেকে ২০২৩ সালে সারা শরিফের দেহ উদ্ধারের পর পুলিশি তদন্তে উঠে আসে তার শরীরে ১০০ টি আঘাতের চিহ্ন ও অন্তত ২৫ টি হাড় ভাঙা ছিল। দেহ উদ্ধারের আগের দিনই উরফান ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বিনাশ বাতুল পাকিস্তানের ইসলামাবাদে (Islamabad) পালিয়ে আসে। ২০২৪ সালের অক্টোবর মাসে ইংল্যান্ডে ফোন করে নিজেই মেয়েকে খুনের কথা স্বীকার করে উরফান। এরপরই ইসলামাবাদ পুলিশের সাহায্যে এই দম্পতিকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

এই ঘটনার বিচার প্রক্রিয়ায় আদালতের পর্যবেক্ষণ, উরফান নিজের রাগ প্রশমনের জন্য ছোট্ট সারাকে অমানুষিক মারধর (beating) করত। নিজে ব্যাট (cricket bat) দিয়ে মারার কথা স্বীকার করে সে। অন্যদিকে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী (step-mother) বাতুল প্রথম পক্ষের কন্যা সারাকে কখনো মেনে নিতে পারেনি। মারের দাগ লুকাতে সে উরফানকে সাহায্য করত। সেইসঙ্গে সারাকে মেরে ফেলাতে ইন্ধনও যুগিয়েছিল। এই ঘটনায় উরফানকে সাহায্য করেছিল তার ভাই ফয়সাল মালিক।

ব্রিটিশ আদালত এই অপরাধে উরফানের ৪০ বছরের জেল, বাতুলের ৩৩ বছর ও ফয়সালের ১৬ বছরের জেলের সাজা ঘোষণা করে।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version