Wednesday, November 12, 2025

আম্বেদকরকে শাহের ‘অপমানজনক’ মন্তব্য বিজেপির মানসিকতার প্রতিফলন: তীব্র প্রতিবাদ করে পোস্ট মমতার

Date:

রাজ্যসভায় বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেল শাহি মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মমতা। তাঁর কথায়, এটি বিজেপির বর্ণবিদ্বেষী ও দলিত-বিরোধী মানসিকতার প্রতিফলন। তৃণমূল (TMC) অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছে বলে জানিয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর…। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।“ এই মন্তব্যের প্রতিবাদে ও শাহের পদত্যাগের দাবিতে বুধবার সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। সংসদ চত্বরে পোস্টার নিয়ে স্লোগান দেন। এদিকে, নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, সংসদে সংবিধানের ৭৫ বছর পূর্তিতে গৌরবময় ইতিহাস স্মরণ অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অপমানজনক। তাও আবার গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে।

এরপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা লেখেন, “এটা বিজেপির বর্ণবিদ্বেষী ও দলিত-বিরোধী মনোভাব প্রকাশ করে। ২৪০টি আসন পরে যদি এই আচরণ করে, তাহলে তাদের ৪০০টি আসনের স্বপ্ন বাস্তবায়িত হলে কী ক্ষতি হত তা কল্পনা করুন। ডক্টর আম্বেদকরের অবদানকে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য ইতিহাস পুনরায় লিখবে তারা।“

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে তৃণমূল সুপ্রিমো লেখেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সেই লক্ষাধিক মানুষের জন্যেও অপমানজনক, যাঁরা বাবাসাহেবের পথনির্দেশ ও অনুপ্রেরণাকে পাথেয় করে চলেন। কিন্তু যে দল ঘৃণা ও ধর্মান্ধতাকে অভ্যাস করে তুলেছে তাদের থেকে আর কী আশা করা যায়?“

মমতার কথা, “ডঃ বাবাসাহেব আম্বেদকর হলেন সংবিধানের জনক। এই আপত্তিকর মন্তব্যটি কেবল তাঁরই নয় বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের প্রতিই আক্রমণ। সেই সংবিধান যা সমস্ত বর্ণ, ধর্ম, জাতিসত্তা এবং সদস্যদের সঙ্গে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক।“

অমিত শাহের মন্তব্যের জন্যে তাঁর বিরুদ্ধে ১৮৭ নম্বর ধারা অধীন স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির, কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছসিত মমতা

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...
Exit mobile version