Wednesday, November 5, 2025

যোগীরাজ্যে নারী সুরক্ষা তলানিতে, শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা!

Date:

যোগীরাজ্যে নারী সুরক্ষা যে তলানিতে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। প্রতিনিয়ত চলছে নারী নির্যাতন ও অত্যাচার। এবার স্কুলের ভেতরেও শিক্ষিকাদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৭০ এলাকায় একটি স্কুলে শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা বসিয়ে ‘নজরদারি’র অভিযোগে উঠল স্কুলের মালিকের বিরুদ্ধে। ঘৃণ্য এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। ১০ ডিসেম্বর স্কুলের শৌচাগারে গিয়ে একটি বাল্‌ব সকেটের দিকে চোখ পড়তেই সন্দেহ হয় এক শিক্ষিকার। সেখান থেকে ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। কৌতূহলের বশে তিনি জিনিসটি হাতে নিতে দেখতে পান একটি ছোট্ট ক্যামেরা লাগানো রয়েছে। তিনি সেই মুহূর্তেই বিষয়টি স্কুলের নিরাপত্তারক্ষীকে জানান।

নিরাপত্তারক্ষীও নিশ্চিত করেন ওটা ক্যামেরা। এরপর সেই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তাঁর ক্ষোভ, সেদিন অভিযোগ শোনার পরেও স্কুলের ডিরেক্টর নবনীশ সহায় এবং কো-অর্ডিনেটর পারুল কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টে তাঁরা শিক্ষিকাকে কটু কথা শোনাতে থাকে। উপায় না দেখে থানায় যান ওই শিক্ষিকা। নয়ডা (সেন্ট্রাল) ডিসিপি শক্তিমোহন অবস্তি তদন্তের নির্দেশ দেন। প্রকাশ্যে আসে স্কুলের ডিরেক্টর নবনীশের কীর্তিকলাপ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, শিক্ষিকাদের শৌচাগারে ক্যামেরা তিনি বসিয়েছেন। সূত্রের খবর, ২২ হাজার টাকা দিয়ে স্পাই ক্যামেরা কিনেছিলেন। ক্যামেরাটি একটি বাল্‌ব হোল্ডারের সঙ্গে যুক্ত। ওই ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিমিং ফুটেজ সংগ্রহ করতেন অভিযুক্ত মালিক। শিক্ষিকারা শৌচাগারে গেলে তিনি মোবাইল এবং ল্যাপটপে সেই দৃশ্য দেখতেন। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version