Thursday, November 13, 2025

আম্বেদকর-ইস্যু ধামাচাপা দিতে ভুয়ো অভিযোগ! রাহুলের বিরুদ্ধে অভিযোগ-পত্র বিজেপির মহিলা সাংসদের

Date:

আম্বেদকরকে নিয়ে অমিত শাহর অপমানজনক মন্তব্য ধামাচাপা দিতে এবার সংসদে হাতাহাতি করে, ভুয়ো অভিযোগে তুলে ধামাচাপা চাইছে বিজেপি। দিনের শুরুতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় বিজেপি (BJP) সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির (Pratap Chandra Sarengi) মাথা ফেটেছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। দিনের শেষে রাহুলের বিরুদ্ধে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলল বিজেপি। নাগাল্যান্ডের (Nagaland) সাংসদ ফাংগন কোনিয়াকের অভিযোগ, তাঁর গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ। যা শুনে রাজনৈতিক মহলের মত, এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না।

বিজেপি সাংসদ ফাংগন কোনিয়াকের অভিযোগ, প্রতিবাদ চলাকালীন ভিড়ের মধ্যে অস্বস্তিকর ভাবে মহিলা সাংসদের গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা (Rahul Gandhi)। অভিযোগ, জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লেখেন কোনিয়াক। চিঠিতে লেখা হয়েছে, সংসদ ভবনের মকর দ্বারের সিঁড়ির ঠিক নী যখন তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তখন অন্য দলের সাংসদদের যাওয়া জায়গা করেছিলেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল ও অন্যান্য কংগ্রেস সাংসদরা তাঁর সামনে গিয়ে দাঁড়ান। এরপরেই কোনিয়াক অভিযোগ, “উনিআমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। চিৎকার করে কথা বলেন।” এখানেই না থেমে বিজেপি সাংসদের অভিযোগ, রাহুলের সঙ্গে তাঁর শারীরিক নৈকট্য এতটাই বেশি ছিল যে তিনি অস্বস্তি বোধ করেন। কোনও সাংসদের থেকেই এমন ব্যবহার কাম্য নয়- বলেও চিঠি লেখেন মহিলা সাংসদ।

এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহল। তাদের মতে, এই ধরনের অভিযোগ কেউ বিশ্বাস করবেন তিনি। এটা যে বিজেপির নজর ঘোরানোর চেষ্টা বলে অভিযোগে বিরোধীদের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version