Friday, August 22, 2025

আম্বেদকর-ইস্যু ধামাচাপা দিতে ভুয়ো অভিযোগ! রাহুলের বিরুদ্ধে অভিযোগ-পত্র বিজেপির মহিলা সাংসদের

Date:

আম্বেদকরকে নিয়ে অমিত শাহর অপমানজনক মন্তব্য ধামাচাপা দিতে এবার সংসদে হাতাহাতি করে, ভুয়ো অভিযোগে তুলে ধামাচাপা চাইছে বিজেপি। দিনের শুরুতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় বিজেপি (BJP) সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির (Pratap Chandra Sarengi) মাথা ফেটেছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। দিনের শেষে রাহুলের বিরুদ্ধে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলল বিজেপি। নাগাল্যান্ডের (Nagaland) সাংসদ ফাংগন কোনিয়াকের অভিযোগ, তাঁর গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ। যা শুনে রাজনৈতিক মহলের মত, এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না।

বিজেপি সাংসদ ফাংগন কোনিয়াকের অভিযোগ, প্রতিবাদ চলাকালীন ভিড়ের মধ্যে অস্বস্তিকর ভাবে মহিলা সাংসদের গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা (Rahul Gandhi)। অভিযোগ, জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লেখেন কোনিয়াক। চিঠিতে লেখা হয়েছে, সংসদ ভবনের মকর দ্বারের সিঁড়ির ঠিক নী যখন তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তখন অন্য দলের সাংসদদের যাওয়া জায়গা করেছিলেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল ও অন্যান্য কংগ্রেস সাংসদরা তাঁর সামনে গিয়ে দাঁড়ান। এরপরেই কোনিয়াক অভিযোগ, “উনিআমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। চিৎকার করে কথা বলেন।” এখানেই না থেমে বিজেপি সাংসদের অভিযোগ, রাহুলের সঙ্গে তাঁর শারীরিক নৈকট্য এতটাই বেশি ছিল যে তিনি অস্বস্তি বোধ করেন। কোনও সাংসদের থেকেই এমন ব্যবহার কাম্য নয়- বলেও চিঠি লেখেন মহিলা সাংসদ।

এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহল। তাদের মতে, এই ধরনের অভিযোগ কেউ বিশ্বাস করবেন তিনি। এটা যে বিজেপির নজর ঘোরানোর চেষ্টা বলে অভিযোগে বিরোধীদের।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version