Thursday, August 21, 2025

সীমান্ত পেরিয়ে ভারতে স্লিপার সেল তৈরির চেষ্টা! ভেস্তে দিলো এসটিএফ, গ্রেফতার ৮

Date:

Share post:

হাসিনা সরকারের পতনের পরে বারবার সীমান্তে নজরদারি বাড়ানোর অনুরোধ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রককে করা হয়েছিল রাজ্যের শাসকদলের পক্ষ থেকে। কার্যত ফের বিএসএফের (BSF) ব্যর্থতা প্রকাশ্যে এলো দেশের তিন রাজ্য থেকে বাংলাদেশের (Bangladesh) নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যের গ্রেফতারির ঘটনায়। অসম পুলিশ (Assam Police) ও রাজ্য পুলিশের (West Bengal Police) স্পেশাল টাস্ক ফোর্সের (STF) যৌথ বাহিনীর হানায় রাজ্যের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি সংগঠনের এমন দুই সদস্য যারা দেশে স্লিপার সেল (sleeper cell) তৈরির কাজ চালাচ্ছিল। সেই সঙ্গে এই পরিকল্পনায় নেতৃত্ব দেওয়া এক জঙ্গিনেতাও গ্রেফতার হয় অসম থেকে। কার্যত সীমান্তে নজরদারির স্বরাষ্ট্র দফতরের (Ministry of Home Affairs) ব্যর্থতায় শুধুমাত্র বাংলা নয়, অসমেও জঙ্গিরা আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।

অসম গোয়েন্দা বিভাগের সূত্র অনুসারে রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় অভিযান চালায়। সেখান থেকে মিনারুল শেখ ও আব্বাস আলিকে গ্রেফতার করা হয়। এদের মূল কাজ ছিল স্লিপার সেল তৈরি করা। এরা বাংলাদেশ ও ভারতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (ABT) সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে নাশকতামূলক কাজের জন্য ভারত-বাংলাদেশ সহ ইংল্যান্ড (UK) ও আমেরিকাতেও (USA) নিষিদ্ধ হয় এই জঙ্গি সংগঠন। বর্তমানে এই সংগঠনের এক শীর্ষ নেতা জেল থেকে ছাড়া পেয়ে অসমে (Assam) গা ঢাকা দিয়ে স্লিপার সেল (sleeper cell) তৈরির কাজ করছিল বলে জানতে পারে অসম পুলিশ।

সম্প্রতি বাংলাদেশের অরাজক পরিস্থিতিতে অসমে এসে গা ঢাকা দিয়েছিল জঙ্গি সংগঠন এবিটি-র (ABT) পাঁচ জঙ্গি। বাংলাতেও তাদেরই দুই সহকারী গা ঢাকা দিয়েছিল। এদের মূল উদ্দেশ্য ছিল অস্ত্র সংগ্রহ করা, স্থানীয় যুবকদের ব্রেন ওয়াশ করে এই জঙ্গি সংগঠনে যুক্ত করা ও চিকেন্স নেক (Chickens Neck) ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্সের (Seven Sisters) উপর হামলা চালানো। মূলত ভারতে বসে, ভারতের যুব সম্প্রদায়ের শক্তিকে ভারত বিরোধী কার্যকলাপে কাজে লাগানোর পরিকল্পনা ছিল এবিটি-র দাবি, রাজ্য পুলিশের এডিজি (ADG) সুপ্রতীম সরকারের। ধৃত মিনারুল সম্প্রতিই একটি মাদ্রাসা খুলে শিক্ষা দেওয়ার কাজ শুরু করেছিল। দুজনের থেকে পেন ড্রাইভ (pen drive), নথি থেকে মোবাইল সংগ্রহ করেছে পুলিশ।

তবে শুধু বাংলা নয়, এই যৌথ অভিযানে অসম থেকে গ্রেফতার হয়েছে সবথেকে বেশি। পাঁচ জন লুকিয়ে ছিল হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) অসমে। এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে কেরালা থেকে। স্বাভাবিকভাবেই এরপর কেন্দ্রের সীমান্তের নজরদারি নিয়ে তোপ রাজ্যের শাসকদলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিএসএফ (BSF) সীমান্ত পাহারা দিতে পারে না। ফলে বাংলাদেশ থেকে জঙ্গিদের এই দেশে আসা সুবিধাজনক হয়ে গিয়েছে। রাজ্য পুলিশের সতর্কতার জন্য জঙ্গিরা ধরা পড়ছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...