বেনিয়াপুকুরের গেস্ট হাউস থেকে অস্ত্র-সহ গ্রেফতার ২!

খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই ভিন রাজ্যের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বেনিয়াপুকুরের (Beniapukur) এক গেস্ট হাউস থেকে দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এস টি এফ (STF, Kolkata Police)। আরও একজনের খোঁজে তল্লাশি চলছে। এজেসি বোস রোডের ১৮১/এ ঠিকানার একটি হোটেলের ৯ নাম্বার রুম থেকে বিহারের দুই বাসিন্দা-সহ দুটি নাইন এমএম পিস্তল এবং ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো এবং এর নেপথ্যে কী পরিকল্পনা ছিল তার তদন্তে গোয়েন্দারা। যে ব্যক্তি এই দুজনকে গেস্ট হাউসে নিয়ে এসেছিলেন তিনি কি মিডলম্যান নাকি বেআইনি অস্ত্র কারবারি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর সঙ্গে আর কারা কারা যুক্ত খতিয়ে দেখছে পুলিশ (KP)। ধৃত রাহিশ কুমার এবং মিরাজ মালিককে এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।