Saturday, November 8, 2025

দমকলের ১৫ ইঞ্জিনের চেষ্টায় তপসিয়ার আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ১২০ ঝুপড়ি

Date:

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই তপসিয়ার বস্তির সব কটি ঝুপড়ি।প্রায় ১২০ টি ঝুপড়ির কোনও কিছুই অবশিষ্ট নেই। শুক্রবার সকালে আগুন লাগে তপসিয়ার ওই বস্তিতে। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন।  পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ।দমকল সূত্রে জানা গিয়েছে, এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে ওই বস্তিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ। যে বস্তিতে আগুন লাগে তার পাশে একটি বহুতলও রয়েছে।জানা গিয়েছে, বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বহু ঝুপড়ি  থেকে  সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছে।সব ঝুপড়ির কোনও কিছুই আর নেই। তবু আগুন নিয়ন্ত্রণে আসার পরও, সামান্য কিছু খুঁজে পাওয়ার আশায় বাসিন্দাদের দেখা যায় ছাই সরিয়ে দেখার চেষ্টা করছেন। বস্তির এক বাসিন্দা বলেন, আগুন কিভাবে লেগেছে বলতে পারব না। কিন্তু ওই সময় অধিকাংশ ঘরে রান্না হচ্ছিল।আগুনের শিখা ও ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল।

দমকল পৌঁছনোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।  বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা।প্রায় দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল আধিকারিকরা জানিয়েছেন, ঝুপড়ির ভেতর কেউ আটকে নেই। সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version