Saturday, August 23, 2025

দমকলের ১৫ ইঞ্জিনের চেষ্টায় তপসিয়ার আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ১২০ ঝুপড়ি

Date:

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই তপসিয়ার বস্তির সব কটি ঝুপড়ি।প্রায় ১২০ টি ঝুপড়ির কোনও কিছুই অবশিষ্ট নেই। শুক্রবার সকালে আগুন লাগে তপসিয়ার ওই বস্তিতে। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন।  পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ।দমকল সূত্রে জানা গিয়েছে, এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে ওই বস্তিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ। যে বস্তিতে আগুন লাগে তার পাশে একটি বহুতলও রয়েছে।জানা গিয়েছে, বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বহু ঝুপড়ি  থেকে  সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছে।সব ঝুপড়ির কোনও কিছুই আর নেই। তবু আগুন নিয়ন্ত্রণে আসার পরও, সামান্য কিছু খুঁজে পাওয়ার আশায় বাসিন্দাদের দেখা যায় ছাই সরিয়ে দেখার চেষ্টা করছেন। বস্তির এক বাসিন্দা বলেন, আগুন কিভাবে লেগেছে বলতে পারব না। কিন্তু ওই সময় অধিকাংশ ঘরে রান্না হচ্ছিল।আগুনের শিখা ও ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল।

দমকল পৌঁছনোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।  বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা।প্রায় দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল আধিকারিকরা জানিয়েছেন, ঝুপড়ির ভেতর কেউ আটকে নেই। সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version