Friday, November 7, 2025

সব শ্রেণিতেই নজর কেজরির, বাংলার পথে ঘোষণা দলিত স্কলারশিপের

Date:

বাংলার পথে একাধিক প্রকল্প নিয়েছে দিল্লির আপ (AAP) সরকার। নাগরিকদের উন্নয়নে আর্থিক ও সামাজিকভাবে প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকার উপযোগিতা যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুঝেছিলেন, এবার সেই পথে আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর পরে এবার উচ্চশিক্ষায় দলিত শ্রেণির জন্য স্কলারশিপের (scholarship) ঘোষণা কেজরিওয়ালের।

বাংলায় সংখ্যালঘু, পিছিয়ে পড়া, অনগ্রসর শ্রেণি সবার ক্ষেত্রেই স্কুল পর্যায় থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। উচ্চশিক্ষার জন্যও রয়েছে বিবেকানন্দ স্কলারশিপ। এবার সেই পথে দিল্লির আপ সরকার। ২০২৫ নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে দলিত পড়ুয়াদের বিদেশে বা যে কোনও বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বহন করবে দিল্লির সরকার। ভর্তি হয়ে গেলে দলিত পরিবারের সেই পড়ুয়ার সব দায়িত্ব বহন করবে আপ (AAP) সরকার।

সংসদের শীতকালীন অধিবেশনে যেখানে বিজেপি সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের (B R Ambedkar) অবমাননায় ব্যস্ত সেখানে দিল্লিতে আবার ক্ষমতায় এলে দলিত শ্রেণির পড়ুয়াদের জন্য আম্বেদকরের নামেই স্কলারশিপ চালু করবে আপ সরকার। এক্ষেত্রে যে সব সরকারি কর্মীরা (government workers) দলিত সম্প্রদায়ের, তাঁরাও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। তাঁদের সন্তানরাও এই স্কলারশিপের (scholarship) যোগ্য হবেন বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এর আগে মহিলা ভোটারদের কাছে টানতে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান প্রকল্প, বয়স্ক নাগরিকদের জন্য সঞ্জীবনী প্রকল্প এনেছেন। এবার দলিত সম্প্রদায়ের মানুষের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করে ঝুলি থেকে আরও এক তাস পেশ করলেন কেজরি। যদিও তাঁকে কোণঠাসা করতে বিজেপি এখনও পুরোনো কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগের পথেই সীমাবদ্ধ। আপের পরবর্তী পরিকল্পনায় ভীত দিল্লির কেন্দ্রীয় সরকারের এজেন্সি ইডি এবার তদন্ত করতে পারবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version