ভিড়ের মাঝে বেপরোয়া BMW, রক্তাক্ত রাতের শহর!

ক্রিসমাসের (Christmas) আনন্দে যখন ঝলমল করছে চারপাশ, এখন হঠাৎ করে এক নিমেষে বদলে গেল ছবিটা। দ্রুত গতিতে ভিড়ের মাঝে ঢুকে পড়ল বেপরোয়া BMW (Germany Car Ramming Attack)। শিউরে ওঠার মতো ঘটনা জার্মানির ম্যাগডেবার্গ শহরে।

বার্লিন থেকে ১৪০ কিলোমিটার দূরে জার্মানির এক বাজারে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। প্রচন্ড গতিতে আসা গাড়ির চাকায় পিষে গেলেন বহু মানুষ। ভিড়ের মধ্যে অন্তত ৪০০ মিটার এগিয়ে গেল ওই ঘাতক গাড়ি। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে। গাড়ির চালক সৌদি আরবের বাসিন্দা, তাঁকে গ্রেফতার করা হয়েছে। পেশায় তিনি ডাক্তার বলে জানা গেছে। এই ঘটনায় এখনও দুজনের মৃত্যু হয়েছে। আহত সংখ্যা প্রায় ৭০। চালকের পাশের আসনে একটি ব্যাগ ছিল। তাতে বিস্ফোরক কোনও পদার্থ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ম্যাগডেবার্গের এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িয়ে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।