Saturday, May 3, 2025

উপনির্বাচনের ছয়ে ছয় হাঁকিয়েছিল তৃণমুল। সেই ছবিরই পুনরাবৃত্তি হল বাগদা সমবায় ভোটে। ১৪ বছরের বনবাস কাটিয়ে ডহরপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাজিমাত করে ৬টি আসনেই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। শান্তনু ঠাকুরের চেনা এলাকায় খাতাই খুলতে পারল না বিজেপি। মুখ পুড়ল পদ্ম শিবিরের। ছয়টি আসনের মধ্যে একটি তপসিলি জাতি, দুটি মহিলা ও তিনটি সাধারণ প্রার্থীর জন্য সংরক্ষিত ছিল। সবকটি আসনেই বিজেপিকে হারিয়ে জয় পেল মা মাটি মানুষের দল। এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই দাবি জয়ী প্রার্থীদের।

গত বনগাঁ লোকসভা নির্বাচনে বিজেপি জয় পেলেও পরবর্তীতে বাগদা বিধানসভা উপ নির্বাচনে খেলা পাল্টে দেয় তৃণমূল। এবার বিজেপির এককালীন শক্ত ঘাঁটি বাগদার সমবায়ও দখল করল তৃণমূল। শান্তনু ঠাকুরের লোকসভা কেন্দ্রের মধ্যেই ৬ টি আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস। বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহরপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল রবিবার। ৭৬৫ জন ভোটারের মধ্যে ৬ আসনে তৃণমূল ও বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এদিন ৫৭৬ জন ভোটার ভোট দেন। গননার পর দেখা যায় বিজেপির ৬ জন প্রার্থীই তৃণমূলের কাছে গো হারান হারে । ফলে ৬ টি আসনেই তৃণমূলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পায়। ভোট গণনার পরে উপস্থিত হয়েছিলেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। সর্বকনিষ্ঠা বিধায়ক বলেন, ওদের আর কেউ ভোট দিচ্ছে না। বিজেপি বনগাঁয় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে পর থেকেই বিজেপির হার শুরু হয়েছে। আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বনগাঁর সবকটি আসনেই বিজেপির পরাজয় হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক উন্নয়নে বাংলার মানুষ উপকৃত হচ্ছেন। সেখানে বিজেপি ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। তাঁর সংযোজন, এই জয়ের ফলে কৃষকেরা তাদের কৃষি কাজের জন্য আরও বেশি বেশি ঋণ নিতে পারবেন।

আরও পড়ুন- এবার বাউন্সারদের বিরুদ্ধে পুলিশকে ধাক্কার অভিযোগ! অল্লুর বাড়িতে হামলা ‘ছাত্র’দের

_

_

_

_

_

_

_

_

_

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version