Sunday, November 9, 2025

উপনির্বাচনের ছয়ে ছয় হাঁকিয়েছিল তৃণমুল। সেই ছবিরই পুনরাবৃত্তি হল বাগদা সমবায় ভোটে। ১৪ বছরের বনবাস কাটিয়ে ডহরপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাজিমাত করে ৬টি আসনেই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। শান্তনু ঠাকুরের চেনা এলাকায় খাতাই খুলতে পারল না বিজেপি। মুখ পুড়ল পদ্ম শিবিরের। ছয়টি আসনের মধ্যে একটি তপসিলি জাতি, দুটি মহিলা ও তিনটি সাধারণ প্রার্থীর জন্য সংরক্ষিত ছিল। সবকটি আসনেই বিজেপিকে হারিয়ে জয় পেল মা মাটি মানুষের দল। এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলেই দাবি জয়ী প্রার্থীদের।

গত বনগাঁ লোকসভা নির্বাচনে বিজেপি জয় পেলেও পরবর্তীতে বাগদা বিধানসভা উপ নির্বাচনে খেলা পাল্টে দেয় তৃণমূল। এবার বিজেপির এককালীন শক্ত ঘাঁটি বাগদার সমবায়ও দখল করল তৃণমূল। শান্তনু ঠাকুরের লোকসভা কেন্দ্রের মধ্যেই ৬ টি আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস। বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহরপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল রবিবার। ৭৬৫ জন ভোটারের মধ্যে ৬ আসনে তৃণমূল ও বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এদিন ৫৭৬ জন ভোটার ভোট দেন। গননার পর দেখা যায় বিজেপির ৬ জন প্রার্থীই তৃণমূলের কাছে গো হারান হারে । ফলে ৬ টি আসনেই তৃণমূলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পায়। ভোট গণনার পরে উপস্থিত হয়েছিলেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। সর্বকনিষ্ঠা বিধায়ক বলেন, ওদের আর কেউ ভোট দিচ্ছে না। বিজেপি বনগাঁয় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে পর থেকেই বিজেপির হার শুরু হয়েছে। আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বনগাঁর সবকটি আসনেই বিজেপির পরাজয় হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক উন্নয়নে বাংলার মানুষ উপকৃত হচ্ছেন। সেখানে বিজেপি ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। তাঁর সংযোজন, এই জয়ের ফলে কৃষকেরা তাদের কৃষি কাজের জন্য আরও বেশি বেশি ঋণ নিতে পারবেন।

আরও পড়ুন- এবার বাউন্সারদের বিরুদ্ধে পুলিশকে ধাক্কার অভিযোগ! অল্লুর বাড়িতে হামলা ‘ছাত্র’দের

_

_

_

_

_

_

_

_

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version