Saturday, November 8, 2025

মাথায় কিন্তু গত্ত! নাম না করে কাদের ঠুকলেন ‘সন্তান’ ঋত্বিক? ‘খাদান’ থেকে উঠল প্রতিবাদ

Date:

শীতের চাদর গায়ে মুড়ে একই সঙ্গে রিলিজ করেছে চার চারটে বাংলা ছবি। হল পাওয়া নিয়ে প্রথমে দক্ষিণী ছবি ’পুষ্পা ২’-র সঙ্গে সমস্যা তৈরি হলেও, বেশ ভালোই চলছে বাংলা ছবিগুলি। তবে, দেবের (Dev) ‘খাদান’ (Khadaan) সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স দু-ধরনের হল পেলেও মিঠুন, ঋত্বিকের ’সন্তান’ (Shontaan) দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিন পায়নি। তাতে ক্ষোভ রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে দেব-ভক্তদের পোস্ট নিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। সেই নিয়ে উল্টে তাঁকেও ট্রোল হতে হল।

‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘৫ নং স্বপ্নময় লেন’- বড়দিনের মরসুমে চলছে চারটি বাংলা ছবি। খাদান দেখে দেব-ভক্তদের পোস্ট- “শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত”। সেই পোস্টকে কটাক্ষ করে ঋত্বিক (Ritwick Chakraborty) লেখেন, “চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম- ‘সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!“ এর পরেই তিনি লেখেন, ”আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।” দেবের নাম না করলেও, এটা যে তাঁকে উদ্দেশ্যে করেই কটাক্ষ করেছেন ঋত্বিক সেটা বোঝাই যাচ্ছে।

আর এর পরেই রে রে করে উঠেছেন দেব-ভক্তরা। ‘খাদান’ দেখার পরামর্শ দিলেন তাঁরা। একদিকে যখন বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে আলোচনার অন্ত নেই। তবে, ব্যবসার নিরিখে সন্তানের থেকে কয়েক কদম এগিয়ে খাদান। কিন্তু দিন দুয়েকেই ২ কোটির উপর ব্যবসা করেছে দেবে ছবি। বাংলা ইন্ডাস্ট্রির নিরিখে অঙ্কটা নেহাত কম নয়। আর হলে দর্শকের আবেগকে ছুঁলেও সন্তানের লক্ষ্মীলাভের পরিমাণ সেই রকম নয়। আর তাতেই বোঝহয় গোঁসা ‘গোরার‘। তবে, বাংলায় বড়দিন একসাথে চারটে বাংলা ছবির মুক্তিই একটা বড় ঘটনা- মত চিত্র সমালোচকদের।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version