Sunday, November 16, 2025

মাথায় কিন্তু গত্ত! নাম না করে কাদের ঠুকলেন ‘সন্তান’ ঋত্বিক? ‘খাদান’ থেকে উঠল প্রতিবাদ

Date:

শীতের চাদর গায়ে মুড়ে একই সঙ্গে রিলিজ করেছে চার চারটে বাংলা ছবি। হল পাওয়া নিয়ে প্রথমে দক্ষিণী ছবি ’পুষ্পা ২’-র সঙ্গে সমস্যা তৈরি হলেও, বেশ ভালোই চলছে বাংলা ছবিগুলি। তবে, দেবের (Dev) ‘খাদান’ (Khadaan) সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স দু-ধরনের হল পেলেও মিঠুন, ঋত্বিকের ’সন্তান’ (Shontaan) দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিন পায়নি। তাতে ক্ষোভ রয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে দেব-ভক্তদের পোস্ট নিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। সেই নিয়ে উল্টে তাঁকেও ট্রোল হতে হল।

‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘৫ নং স্বপ্নময় লেন’- বড়দিনের মরসুমে চলছে চারটি বাংলা ছবি। খাদান দেখে দেব-ভক্তদের পোস্ট- “শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত”। সেই পোস্টকে কটাক্ষ করে ঋত্বিক (Ritwick Chakraborty) লেখেন, “চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম- ‘সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!“ এর পরেই তিনি লেখেন, ”আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।” দেবের নাম না করলেও, এটা যে তাঁকে উদ্দেশ্যে করেই কটাক্ষ করেছেন ঋত্বিক সেটা বোঝাই যাচ্ছে।

আর এর পরেই রে রে করে উঠেছেন দেব-ভক্তরা। ‘খাদান’ দেখার পরামর্শ দিলেন তাঁরা। একদিকে যখন বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে আলোচনার অন্ত নেই। তবে, ব্যবসার নিরিখে সন্তানের থেকে কয়েক কদম এগিয়ে খাদান। কিন্তু দিন দুয়েকেই ২ কোটির উপর ব্যবসা করেছে দেবে ছবি। বাংলা ইন্ডাস্ট্রির নিরিখে অঙ্কটা নেহাত কম নয়। আর হলে দর্শকের আবেগকে ছুঁলেও সন্তানের লক্ষ্মীলাভের পরিমাণ সেই রকম নয়। আর তাতেই বোঝহয় গোঁসা ‘গোরার‘। তবে, বাংলায় বড়দিন একসাথে চারটে বাংলা ছবির মুক্তিই একটা বড় ঘটনা- মত চিত্র সমালোচকদের।

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version