Thursday, August 28, 2025

বাংলার বাড়ি প্রকল্পের অভিযোগে জিরো টলারেন্স নীতি রাজ্যের! দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

Date:

বাংলার বাড়ি প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। এধরণের যেকোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন। আবাস প্রাপকদের কাছ থেকে ঘুষ চাওয়া বা হুমকি দেওয়ার মত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত যেই হোক না কেন, অভিযোগকারী যাতে নির্ভয়ে ও নিঃসঙ্কোচে অভিযোগ জানাতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে সোমবার জেলা শাসকদের উদ্দ্যেশ্যে ৪ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ধরনের কোনও অভিযোগ এলে পুলিশ সুপারকে অবগত করে সংশ্লিষ্ট থানার ওসিকে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অভিযোগকারী

উপভোক্তা যাতে নিঃসঙ্কোচে অভিযোগ জানাতে পারে প্রশাসনের তরফে সেজন্য তাদের উৎসাহ দিতে হবে। যাতে অভিযোগ জানাতে তাঁরা ভয় না পান। আবাস সংক্রান্ত অভিযোগ জানাতে জেলা স্তরে খোলা কন্ট্রোল রুমের নম্বর যাতে সব উপভোক্তার কাছে থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে। আবাস প্রকল্পের টাকা বিলির ক্ষেত্রে যাতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় থাকে তার উপরেও জোর দিয়েছে নবান্ন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় বৈঠক আয়োজনের জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

গত ১৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার সূচনা করেছিলেন।ইতোমধ্যেই সিংহভাগ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। বাকিরাও এক দুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যাবতীয় সমস্যা এড়াতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই এই প্রকল্পের যাবতীয় কাজ করা হচ্ছে। অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই রাজ্যের তরফে প্রত্যেক উপভোক্তার মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে। কোনও উপভোক্তাকে হয়রানির শিকার হতে হয়নি বলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন।

আরও পড়ুন- অফিসে ডেকে ‘ফায়দা’! বিজেপি বিধায়ক ও সহযোগীদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের

_

_

_

_

_

_

_

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version