ক্রিসমাসের আলোয় ঝলমলে পার্কস্ট্রিট, বড়দিনের উন্মাদনায় মহানগরীতে উৎসবের আমেজ

ধর্ম যার যার কিন্তু উৎসব সবার- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা থেকে কলকাতার পার্ক স্ট্রিট চত্বরে ক্রিসমাস কার্নিভাল (Kolkata Christmas Carnival) শুরু। যত সময় যাচ্ছে প্রত্যেক বছর বড়দিনে কার্যত দুর্গোৎসব পরবর্তী দ্বিতীয় মহোৎসবের সাক্ষী হচ্ছে তিলোত্তমা। ক্রিসমাস ইভ (Christmas Eve) থেকেই কাতারে কাতারে মানুষ পা মেলালেন পার্ক স্ট্রিটের ভিড়ে (Park Street Christmas Carnival Special Crowd)। রাত যত গড়ালো, গির্জায় শুরু হলো প্রার্থনা আর রাজপথে পাল্লা দিয়ে বাড়লো মানুষের উৎসবের উন্মাদনা।

শহর তো বটেই, শহরতলি থেকেও বড়দিনের উন্মাদনায় সামিল হতে মহানগরীতে হাজির বহু মানুষ। কেউ কেউ আবার ভিনরাজ্য এমনকি বিদেশ থেকেও এসেছেন পার্ক স্ট্রিটের আলো দেখতে। নিয়ম মেনে অ্যালেন পার্ক বন্ধ থাকায় অনেকে হতাশ হলেন। রোশনাইয়ে পাল্লা দিল বো ব্যারাকও। স্পেশাল ওয়াইন কেক কেনার ভিড় ২৪ তারিখ রাতেও চোখে পড়ার মতো। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সান্টার লাল-সাদা টুপির ছড়াছড়ি। কারোর মাথায় রকমারি হেয়ার ব্যান্ড, কেউ আবার বেছে নিয়েছেন ডিয়ার অ্যান্টলার্স। যিশুপুজো উপলক্ষে রাত জেগে অক্লান্ত পায়ে ঘোরাঘুরি আর খাওয়া-দাওয়ার মেজাজে শহরে যেন উৎসবের আবহ।