Wednesday, August 20, 2025

রাজডাঙ্গায় অভিনব কনসার্ট, এক মঞ্চে একসঙ্গে মুখ্যমন্ত্রীর সব গান

Date:

Share post:

প্রশাসনিক এবং দলীয় কাজের ব্যস্ততার মধ্যেই গান লেখেন এবং সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুধু জনপ্রিয়ই নয় মমতার লেখা ও সুর দেওয়া গানের অ্যালবাম প্লাটিনাম ডিস্ক পেয়েছে। বাংলার যেকোনও উৎসবে গান লেখেন মুখ্যমন্ত্রী। এবার শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ৩২টি গান নিয়ে হবে কনসার্ট। ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে এই বিশেষ কনসার্টের (Concert) আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর। গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়-সহ বিখ্যাত শিল্পীরা।

দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজোর পরে এবার ক্রিসমাসেও গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, অ্যালেন পার্কে ক্রিসমাস (Christmas) কার্নিভালের উদ্বোধন করে একথা জানান তিনি। গানের কথা সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতও লেখেন মমতা। সেই গান দিয়েই শুরু হবে এবারের BGBS। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-ও মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি।

এবারও মুখ্যমন্ত্রীর যে 6টি গান রিলিজ হয়েছে, তার সব গানই জনপ্রিয়তায় শীর্ষে। মহালয়ায় প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গান। দুর্গাপুজোর মধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল সভানেত্রীর সব গান একসঙ্গে, এক মঞ্চে শোনার সুযোগ পাননি শ্রোতারা। এবার সেই সুযোগ আসছে ১২ জানুয়ারি। রাজডাঙা খেলার মাঠে শুধুমাত্র মমতার ৩২টি গান নিয়ে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। গানগুলি গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়-সহ বিখ্যাত শিল্পীরা।

এই কনসার্টের উদ্যোক্তা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তিনি জানান, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই ৩২টি গান শোনানোর ব্যবস্থা হচ্ছে। সঙ্গে থাকছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। ওইদিন থেকেই শুরু হচ্ছে ৫ দিনের পিঠেপুলি উৎসব।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...