Friday, August 22, 2025

মধ্যমগ্রামের শিশুদের ‘সান্তা’ উইমেন্স কলেজের MA সাংবাদিকতা বিভাগ

Date:

শিক্ষা জাগায় চেতনা। আর চেতনার প্রকাশ দেখা গেল উইমেন্স কলেজ ক্যালকাটা (Women’s College, Calcutta) স্নাতকোত্তর সাংবাদিকতা ও গণজ্ঞাপন (MA, Journalism and Mass Communication) বিভাগের ছাত্রীদের অনুষ্ঠানে। সান্টাক্লজের মতোই সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটালেন তাঁরা। মধ্যমগ্রামের (Madhyamgram) “সৃষ্টির পথে” সংস্থার সহযোগিতায় কলেজের ছাত্রীরা প্রায় ১০০ শিশুর হাতে উপহার তুলে দেন।

গতবছর শোভাবাজার (Sobhabazar) ফুটপাতের শিশুদের হাতে তারা এই উপহার তুলে দিয়েছিল সাংবাদিকতা ও গণজ্ঞাপন ছাত্রীরা। ছোটবেলার সান্তা হিরোর গল্পও বাস্তব হয়ে উঠল এদিন। এ বছর মধ্যমগ্রামের “সৃষ্টির পথে” সংস্থার সহযোগিতায় কলেজের ছাত্রীরা প্রায় ১০০ শিশুর হাতে নিজেদের পকেটমানির পয়সা বাঁচিয়ে শীতের টুপি এবং শীতবস্ত্র কম্বল তুলে দিল। অনাথ শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি সময় কাটান তাঁরা। ক্রিসমাসের আনন্দ, গল্পে, কবিতায়, আড্ডায়। আর ছোটছোট শিশুদের বোঝাবে লেখাপড়ার কোনও বিকল্প নেই, যেন তারা কেউ স্কুলছুট হয়ে পালিয়ে না যায়- সে বিষয়েও বার্তা দেন।

ছাত্রীদের সঙ্গে ছিলেন অধ্যাপক, অধ্যাপিকা, অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী এবং স্নাতকোত্তর সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের কোঅর্ডিনেটর ড. বিশ্বজিৎ দাস।

অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী বিশ্বাস বলেন, “সাংবাদিকতার যাত্রীদের এই অভিনব প্রয়াস প্রশংসনীয়। সমাজের সব স্তরের মানুষকে তারা অনুপ্রাণিত করছে। আগামীদিনে তারাই দেশ তৈরির কারিগর। এমন কোটি কোটি সান্তা ছড়িয়ে পড়ুক রাজ্যে, দেশে।” আগামী দিনে এই ছাত্রীরাই সাংবাদিকতায় নতুন দিশা আনবে এবং সমাজের প্রান্তিক অঞ্চলে পৌঁছে যাবে যাতে সামগ্রিক মঙ্গল হয়- মত অধ্যাপক দাসের।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version