Saturday, November 8, 2025

পর্তুগিজ চার্চে ক্রিসমাস ইভের প্রার্থনা মুখ্যমন্ত্রীর

Date:

বাংলার মানুষ পাশাপাশি সব ধর্মীয় উৎসব পালন করে আর সেই ওসব পালনে সবচেয়ে বেশি সহদা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও ক্রিসমাসের আগে রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার রাতে দশটা নাগাদ বড়বাজারের পর্তুগিজ চার্চে (Church) যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ অনেকে। সেখানে আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানের সূচনায় প্রার্থনা সামিল হন মুখ্যমন্ত্রী। এরপর বড়দিনের বিশেষ ক্যারল অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

প্রার্থনা শেষে ফাদারের আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী। চার্চের তরফ থেকে তাঁকে যিশুর ছবি উপহার দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে এদিন বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনের উদ্যোগে সারা রাজ্যে বড়দিন পালিত হয়।

প্রতিবছরই ২৪ ডিসেম্বর রাতে গির্জায় ক্রিসমাসের বিশেষ ক্যারলে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ধর্ম যার যার, উৎসব সবার। সে কারণে বাংলায় সমস্ত উৎসবকে গুরুত্ব দিয়ে পালনের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো-কালীপুজো-জগদ্ধাত্রীপুজো- ছট পুজোয় অংশগ্রহণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। রেড রোডে (Red Road) ঈদের নমাজেও অংশগ্রহণ করেন। প্রতিবছর বড়দিনের ক্যারলে যোগ দেন। বাংলার সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য রক্ষার বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী। আর সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বড়দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে গির্জায় হয় বিশেষ ক্যারল। পর্তুগিজ চার্চের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ বিভিন্ন গির্জায় হয় বিশেষ প্রার্থনা ও ক্যারল।

আরও পড়ুন- মনিপুর মিজোরামে নতুন রাজ্যপাল, পাঁচ রাজ্যের নতুন সাংবিধানিক প্রধান অনুমোদন রাষ্ট্রপতির

_

_

_

_

_

_

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version