অ্যাক্রোপোলিস মলে শুরু ক্রিসমাস কার্নিভাল

উৎসবের মেজাজে ভাসছে শহর। স্যান্টা টুপি জামায় মঙ্গলবার রাত থেকেই বড়দিনের আমেজ। গির্জায় প্রার্থনা আর পার্ক স্ট্রিটের আলোকসজ্জার মাঝে এবার কলকাতার অ্যাক্রোপোলিস মলে ক্রিসমাস কার্নিভাল ২০২৪ (Christmas Carnival in Acropolis Mall)। গত ২৪  ডিসেম্বর থেকে শুরু হয়েছে উৎসব, চলবে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। সুসজ্জিত মল জুড়ে এই কার্নিভালে কচিকাঁচাদের নিয়ে নানা গেম শোয়ের পাশাপাশি মজার অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

বুধবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার নামী এই অ্যাক্রোপোলিস মলে উপচে পড়া ভিড়। গোটা সপ্তাহ জুড়ে এই উন্মাদনা বজায় থাকবে বলে আশাবাদী মল কর্তৃপক্ষ।