Tuesday, August 26, 2025

বড়দিনের ভিড় মিটারে চিড়িয়াখানা বনাম ইকো পার্কের জোর টক্কর

Date:

হইহই করে উৎসবের আমেজে বড়দিন (Christmas Carnival) পালন করেছে গোটা বাংলা। মঙ্গলবার রাত থেকে পার্ক স্ট্রিটে (Park Street) যে ভিড় দেখা গেছিল বুধবার সকাল হতে না হতেই তা ছড়িয়ে পড়ল কলকাতার বিভিন্ন বিনোদন পার্কে। চার্চে প্রার্থনা সংগীতের পরেই পিকনিক মুডে বাঙালি। প্রত্যেকবার ইকোপার্ক (Eco Park) আর নিক্কো পার্কের (Nicco Park) মধ্যে একটা লড়াই চলে, কোথায় কত ভিড় হচ্ছে তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। কিন্তু চিরকালই সেরার মুকুট ছিনিয়ে নিতে এক ধাপ এগিয়ে থাকে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden)। পরিসংখ্যান বলছে এ বছরেও তার কোনও ব্যতিক্রম হয়নি।

বড়দিনের কলকাতায় স্যান্টাক্লজের দেওয়া গিফট ব্যাগে নিয়েই ঘুম চোখে মা বাবার সঙ্গে চিড়িয়াখানা কিংবা সায়েন্স সিটিতে ভিড়ে জমিয়ে ছিলেন খুদেরা। শুধু কলকাতাবাসী নয়, শহরতলি থেকেও মানুষ ভিড় করেছেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে। কারও গন্তব্য আবার ইকো পার্ক, কেউবা আবার নিক্কো পার্কের রাইড চড়তে বেশি আগ্রহী। যদিও এই দুই বিনোদন পার্কের কোনটাই সেভাবে ভিড়ের নয়া রেকর্ড করতে পারিনি। বরং ভারতীয় জাদুঘরের (Indian Museum) ভিড় গতবারের থেকে বেশ খানিকটা বেড়েছে। ২০২৩ সালের ২৫শে ডিসেম্বর জাদুঘরে বড়দিনে লোক হয়েছিল ৭ হাজার। এ বার সেই ভিড় বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট হাজারের একটু বেশি। ভিক্টোরিয়াতে ৩৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল। সায়েন্স সিটিতে গত বছরের তুলনায় এ বছর ভিড় কমেছে প্রায় পাঁচ হাজার। ইকো পার্কে গেলেন ৫৫ হাজার মানুষ যা গতবারের তুলনায় হাজার দুই কম। তবে সব থেকে বড় নজির চিরকালীন চিড়িয়াখানায়। গতবছর ৬৩ হাজার মানুষ ২৫শে ডিসেম্বরের আনন্দ উপভোগ করতে এখানে গিয়েছিলেন। এ বছর সংখ্যাটা দাঁড়ালো ৭০ হাজারে। অর্থাৎ প্রকৃতির মাঝে পশু পাখির কাণ্ডকারখানা দেখতে সব বয়সীদের উন্মাদনা যে আজও একই রকম তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version