Tuesday, November 11, 2025

নতুন বছরের আগে সব রাজনৈতিক দলকে শুভেচ্ছা মমতার, আপ চাইছে কংগ্রেস-হীন I.N.D.I.A.!

Date:

নতুন বছরের আগে সৌজন্য মুখ্যমন্ত্রী সব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সব রাজনৈতিক দলকে শুভেচ্ছা জানালেন তিনি। ইতিমধ্যেই মমতাকে ইন্ডিয়া-র মুখ করার দাবি উঠেছে জোটসঙ্গীর মধ্যে থেকে। সে বিষয়ে প্রশ্নের উত্তর না নিয়ে সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো। আর যেদিন মমতা এই মন্তব্য করছেন, সেদিন দিল্লিতে কংগ্রেসকে (Congress) বাদ নিয়ে I.N.D.I.A. গড়ার পথে সাওয়াল করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

এদিনব নবান্নের সাংবাদিক বৈঠকে কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চাননি মুখ্যমন্ত্রী। I.N.D.I.A.-র প্রধান মুখ হোন মমতা বন্দ্যোপাধ্যায়- বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে এই দাবি উঠেছে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি মমতা। বলেন, “আমি সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই”।

কংগ্রেসের বিরুদ্ধে খড়্গহস্ত আপ। I.N.D.I.A. ঠিক মতো পরিচালনা করতে পারছে না কংগ্রেস, কাজের কাজ কিছুই হচ্ছে না, একের পর এক রাজ্যের ভোটে মুখ থুবড়ে পড়তে হচ্ছে বিরোধী প্রার্থীদের৷ কিছুদিন আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি কলকাতায় বসেই I.N.D.I.A. পরিচালনা করতে পারবেন, বলে তৃণমূল সভানেত্রী স্পষ্ট জানান, সব বিরোধীদলকে সমান গুরুত্ব ও সম্মান দিয়েই জোট পরিচালনা করতে হবে৷ বর্ষীয়ান রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারির পরেও নিজেদের দাদাগিরির মনোভাবে কোনও পরিবর্তন করেনি কংগ্রেস৷ উল্টে I.N.D.I.A. শরিক আম আদমি পার্টিকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন একের পর এক কংগ্রেস নেতা৷  এতেই বেজায় ক্ষুদ্ধ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি চাইছেন I.N.D.I.A. থেকে কংগ্রেসকে বাদ দিয়ে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে একটি সামগ্রিক ঐক্যবদ্ধ জোট গড়ে তুলতে৷

দিল্লিতে আপ (APP) সূত্রের দাবি, এই বিষয়ে I.N.D.I.A.-র অন্যান্য দলের সঙ্গে একপ্রস্থ আলোচনাও করেছেন আপের শীর্ষ নেতারা৷  কোনওভাবেই কংগ্রেসের অপমান ও দাদাগিরি মানা হবে না, আপ-র তরফে জানানো হয়েছে সেকথা৷  এই ঘটনার জেরে প্রবল চাপে পড়েছে কংগ্রেস নেতৃত্ব৷ সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের মতাদর্শগত দূরত্ব তৈরি হয়েছে, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপিও কংগ্রেসের উপরে ভয়ানক ক্ষুদ্ধ৷  এই পরিস্থিতিতে এবার বিরোধী শিবিরে রীতিমত একঘরে হয়ে যাওয়ার মত অবস্থা কংগ্রেসের৷

ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দিল্লির বিভিন্ন প্রান্তে আপ-র প্রার্থীদের বিরুদ্ধে প্রাথী ঘোষণা করেছে কংগ্রেস৷ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতের ছেলে সন্দীপ দিক্ষিত৷ তিনিও আম আদমি পার্টিকে প্রবল নিশানা করেছেন৷ এক ধাপ এগিয়ে সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে তাকে ফর্জিওয়াল(মিথ্যেবাদী) বলে দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অজয় মাকেন৷ তাঁর অভিযোগ, কেজরিওয়ালকে দিল্লিতে যতবার ‘মওকা’(সুযোগ) দেওয়া হয়েছে, ততবারই তিনি ‘ধোঁকা’ দিয়েছেন৷  ২০১৩ সালে আম আদমি পার্টিকে সমর্থন করা কংগ্রেসের বড় ভুল ছিল বলেও দাবি করেছেন অজয় মাকেন৷  এর পরেই আম আদমি পার্টির ক্ষোভ মাত্রাছাড়া হয়ে গিয়েছে৷  তাদের ইচ্ছে কংগ্রেসকে বাদ দিয়েই বিজেপি বিরোধী সর্বভারতীয় বিরোধী জোট গড়া হোক৷ এই পরিস্থিতিতে কংগ্রেস শিবির কিভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে এবং কোথাকার জল কোথায় গড়ায়, সেদিকেই এখন সবার নজর৷

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version