Friday, November 14, 2025

মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তায় রাষ্ট্রপতি লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি শিক্ষা এবং প্রশাসনের জগতেও সমান স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছিলেন। ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জাতির সেবা, নিখুঁত রাজনৈতিক জীবন এবং পরম বিনয়ের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। আমি ভারতের সর্বশ্রেষ্ঠ পুত্রদের একজনকে শ্রদ্ধা জানাই এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

নিজের এক্স হ্যান্ডেলে নিজের পূর্বসূরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী লেখেন, ”দেশের অন্যতম সেরা একজন নেতা মনমোহন সিংয়ের প্রয়াণে আমি শোকাহত। খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে দেশের সম্মানীয় নেতা হয়েছিলেন তিনি। ছিলেন একজন বিশিষ্ঠ অর্থনীতিবিদও। অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন তিনি। ছিলেন দেশের অর্থমন্ত্রীও”। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথা উল্লেখ করে বর্তমান প্রধানমন্ত্রী লেখেন, রাজ্য পরিচালনায় বিভিন্ন বিষয় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতা হত। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি।


আরও পড়ুন- বড়দিনের মধ্যে বাংলাদেশি মৌলবাদীদের নজরে খ্রিস্টান সম্প্রদায়

_

_

_

_

_

_

_

_

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version