Thursday, August 28, 2025

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে পাঞ্জাব এফসি। এফসি গোয়ার বিরুদ্ধে হার ভুলে রাজধানীতে ঘুরে দাঁড়ানোর লড়াই আইএসএলের শীর্ষে থাকা মোহনবাগানের। তবে বৃহস্পতিবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে নামার আগে সবুজ-মেরুনের অস্বস্তির কারণ দলের চোট-আঘাত। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়নকে ছাড়াই পাঞ্জাবের বিরুদ্ধে নামছে জোসে মোলিনার দল। ক্রিসমাসের দিন দিল্লি রওনা হওয়ার আগে সকালের অনুশীলনে আবার চোট পান মনবীর সিং ও অনিরুদ্ধ থাপা। তবে দুপুরের বিমানে দলের সঙ্গেই দিল্লি গিয়েছেন দুই ভারতীয় তারকা। অস্বস্তি বাড়লেও দু-জনকেই সম্ভবত পাঞ্জাব ম্যাচে পাচ্ছেন কোচ মোলিনা।

মোলিনা অবশ্য চোট সমস্যা নিয়ে না ভেবে পাঞ্জাব ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে জয়ের সরণিতে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। মোহনবাগান কোচের দাবি, তাঁর হাতে একাধিক বিকল্প রয়েছে। মোলিনা বলছেন, “আমরা গ্রেগ, দিমিত্রি, আশিককে পাব না। তবে আমাদের অনেক ভাল খেলোয়াড় আছে। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন একসঙ্গে শুরু করতে পারে। সাহাল আব্দুল সামাদ, মনবীর, সুহেল ভাট রয়েছে। আমাদের হাতে অনেক বিকল্প। আশা করি, ওদের সাহায্যে আমরা পাঞ্জাব ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরব।”

শুভাশিস বসুও গোয়া ম্যাচে মুখে গুরুতর চোট পান। মুখে মাস্ক পরেই খেলতে পারেন তিনি। গত কয়েকদিন ধরে মাস্ক পরেই অনুশীলন করেছেন বঙ্গ ডিফেন্ডার। মোলিনা বলেন, “কাউকে আমি ঝুঁকি নিয়ে খেলাতে চাই না। তবে মুখের চোটে মাস্ক পরে খেললে তাতে ঝুঁকি নেই। শুভাশিস খেলতে চাইলে আমার কোনও সমস্যা নেই।”

পাঞ্জাবের বিরুদ্ধে গত মরশুমে দু’বারের সাক্ষাতে দু-বারই জিতেছে মোহনবাগান। এবার ভাল শুরু করেও ধারাবাহিকতা দেখাতে পারেনি পাঞ্জাব। শেষ দুই ম্যাচে হেরেছে তারা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চার গোল হজম করেছে পাঞ্জাব। তবে এটা হোম ম্যাচ তাদের। আক্রমণভাগে লুকা মাজসেন, এজেকুয়েল ভিদালের মতো গেম চেঞ্জার রয়েছেন। তাই পাঞ্জাবকে সমীহ করছেন মোলিনা। মনবীরদের কোচ বলছেন, “পাঞ্জাব কঠিন প্রতিপক্ষ। এই মরশুমে ওরা ভাল খেলছে। ওদের যেহেতু এটা হোম ম্যাচ। তাই ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। লুকা মাজসেন খুব ভাল ফুটবলার। ওকে আমরা আটকানোর চেষ্টা করব। আমাদের দলগত ফুটবল খেলতে হবে। তাহলেই আমরা ক্লিন-শিট রেখে ম্যাচ জিতে ফিরতে পারব।”

আরও পড়ুন- কনস্টাসকে ধাক্কা বিরাটের, শাস্তির হতে পারে কোহলির

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version