Sunday, November 2, 2025

ফের অসুস্থ সোনিয়া, নব সত্যাগ্রহ বৈঠকে মায়ের সঙ্গে নেই প্রিয়াঙ্কাও

Date:

অনেক দিন ধরেই অসুস্থ রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী৷ দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি৷ তার পর থেকেই অসুস্থতা লেগেই রয়েছে৷ আপাতত মাকে দেখাশোনা করার জন্য তার সঙ্গে রয়েছেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী৷ সোনিয়ার অসুস্থতার জন্যেই কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারবেন না দুজনেই৷ একাধিক শারীরিক সমস্যা রয়েছে বছর ৭৮-এর সোনিয়ার৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ফের অসুস্থ বোধ করেন তিনি৷ সোনিয়ার অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছেই রয়েছেন প্রিয়াঙ্কা। সেই কারণেই নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারছেন না সোনিয়া ও প্রিয়াঙ্কা৷ থাকতে পারবেন না নব সত্যাগ্রহ কর্মসূচিতেও।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খর্গের নেতৃত্বে কংগ্রেস নেতারা এক্সটেন্ডেড কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে অংশ নিতে পদযাত্রা করেন। এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘নব সত্যাগ্রহ বৈঠক’৷ বেলাগাঁও সেশনের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকেই আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা নেবে কংগ্রেস। তারা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিআর আম্বেদকরকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সহ প্রায় ২০০  নেতা এই বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে সি.ডব্লিউ.সি. সদস্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে কর্নাটকের বেলগাভিতে শুরু হয়েছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ঠিক ১০০ বছর আগে প্রথম ও শেষবার বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দিয়েছিলেন সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version