Saturday, November 8, 2025

অস্কারের লড়াইয়ে প্রিয়াঙ্কার হিন্দি ছবি, স্বপ্নপূরণের পথে টলিউড নায়িকা!

Date:

ইমন চক্রবর্তীর বাংলা গান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্যায়ে মনোনীত হতে পারেনি, সেই দুঃখ কি ঘুচিয়ে দিতে পারবেন বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)? আশায় বুক বাঁধছে টলিউড (Tollywood)। ২০২৫-এর অস্কার পুরস্কারের অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে লড়াই করছে হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’ (The Zebras in Oscar nomination), যার মূল চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনীক চৌধুরী (Anik Chowdhury)পরিচালিত এই ছবি অস্কারের (Academy Awards) তালিকায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাচ্ছে কিনা সেই দিকেই লক্ষ্য সকলের। তবে এতদূর পৌঁছতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী।

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে পৃথিবীতে নিজের জাল বিস্তার করছে তাতে ভবিষ্যতে মানব জীবনে এর কতটা প্রভাব পড়তে পারে, এই প্রশ্ন নিয়েই তৈরি হয়েছে ‘দ্য জেব্রাজ’। মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই যে ফলাফলই দিক না কেন, অনীক পরিচালিত এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রিয়াঙ্কা। তাঁর কথায়,”আমরা অত্যন্ত ভালবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এল, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে।” ছবিতে সুমেরা নামের একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। অস্কারের ফাইনাল রাউন্ডে পৌঁছনো নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। পরিচালক জানাচ্ছেন এই ছবি সমকালীন অবস্থার এক দলিল। অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, এটা একটা গোটা টিমের সাফল্য। কলাকুশলী থেকে শুরু করে সিনেমার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টলিউড এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রিয়াঙ্কা কি পারবেন বাঙালি অভিনেত্রীর মুকুটে অস্কারের পালক জুড়তে? উত্তর পেতে আর কিছু সময়ের অপেক্ষা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version