Thursday, August 21, 2025

অবশেষে স্বস্তি! খোঁজ মিলল মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের স্বামীর

Date:

খোঁজ মিলল রাজভবনের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের (Santi Das Basak) স্বামী দীপাঞ্জন বসাকের (Dipanjan Basak)। বৃহস্পতিবার, থেকে নিখোঁজ ছিলেন তিনি। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই মহিলা অফিসার। শুক্রবার, সকালে সমাজমাধ্যমেও পোস্ট করেন। এর কিছুক্ষণ পরে ফের পোস্ট করে শান্তি জানান, স্বামীর খোঁজ মিলেছে। সাহায্যের জন্য সকলকে ধন্যবাদও তিনি।
আরও খবর: এক মাসে দুজন খুন, বদলি নন্দীগ্রাম থানার আইসি

কলকাতার পুলিশ (Kolkata Police) মহলে অত্যন্ত পরিচিত মুখ শান্তি দাস বসাক। দক্ষ অফিসার হিসেবে তাঁর খ্যাতি আছে। মানবাধিকার কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন শান্তি। সিআইডিতেও দায়িত্বে ছিলেন। বর্তমানে রাজভবনে নিরাপত্তার দায়িত্বে এই মহিলা অফিসার। তিনি জানান, তাঁর স্বামী দীপাঞ্জন বৃহস্পতিবার হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িও ফেরেননি দীপাঞ্জন। তাঁর সঙ্গে আর যোগাযোগও করা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই দীপাঞ্জন মনমরা ছিলেন বলে অভিযোগ তাঁর স্ত্রীর। থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি, সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করেন শান্তি দাস বসাক। লেখেন, “আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।“

এর কিছুক্ষণ পরে ফের দুপুরে সমাজ মাধ্যমের পোস্টে শান্তি লেখেন, “দীপাঞ্জনকে খুঁজে পেতে আমাকে যাঁরা সাহায্য করেছেন, সেই সব বন্ধুকে ধন্যবাদ। এক বন্ধুর সঙ্গে উনি নিরাপদে আছেন।“ কী কারণে দীপাঞ্জন বাড়ি থেকে বেরিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, এখন কোথায়, কার সঙ্গে আছেন- তা বিস্তারিত জানাননি মহিলা আধিকারিক। অবশেষে স্বস্তি ফিরল বসাক বাড়িতে। তবে, দীপাঞ্জন মানসিক কোনও অশান্তিতে ছিলেন এবং তিনি ফিরলে কাউন্সেলিং ভাবনাচিন্তা রয়েছে বলে জানিয়ে ছিলেন শান্তি দাস বসাক (Santi Das Basak)।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version