Sunday, November 9, 2025

অবশেষে স্বস্তি! খোঁজ মিলল মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের স্বামীর

Date:

খোঁজ মিলল রাজভবনের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাকের (Santi Das Basak) স্বামী দীপাঞ্জন বসাকের (Dipanjan Basak)। বৃহস্পতিবার, থেকে নিখোঁজ ছিলেন তিনি। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই মহিলা অফিসার। শুক্রবার, সকালে সমাজমাধ্যমেও পোস্ট করেন। এর কিছুক্ষণ পরে ফের পোস্ট করে শান্তি জানান, স্বামীর খোঁজ মিলেছে। সাহায্যের জন্য সকলকে ধন্যবাদও তিনি।
আরও খবর: এক মাসে দুজন খুন, বদলি নন্দীগ্রাম থানার আইসি

কলকাতার পুলিশ (Kolkata Police) মহলে অত্যন্ত পরিচিত মুখ শান্তি দাস বসাক। দক্ষ অফিসার হিসেবে তাঁর খ্যাতি আছে। মানবাধিকার কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন শান্তি। সিআইডিতেও দায়িত্বে ছিলেন। বর্তমানে রাজভবনে নিরাপত্তার দায়িত্বে এই মহিলা অফিসার। তিনি জানান, তাঁর স্বামী দীপাঞ্জন বৃহস্পতিবার হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িও ফেরেননি দীপাঞ্জন। তাঁর সঙ্গে আর যোগাযোগও করা যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই দীপাঞ্জন মনমরা ছিলেন বলে অভিযোগ তাঁর স্ত্রীর। থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি, সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করেন শান্তি দাস বসাক। লেখেন, “আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।“

এর কিছুক্ষণ পরে ফের দুপুরে সমাজ মাধ্যমের পোস্টে শান্তি লেখেন, “দীপাঞ্জনকে খুঁজে পেতে আমাকে যাঁরা সাহায্য করেছেন, সেই সব বন্ধুকে ধন্যবাদ। এক বন্ধুর সঙ্গে উনি নিরাপদে আছেন।“ কী কারণে দীপাঞ্জন বাড়ি থেকে বেরিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, এখন কোথায়, কার সঙ্গে আছেন- তা বিস্তারিত জানাননি মহিলা আধিকারিক। অবশেষে স্বস্তি ফিরল বসাক বাড়িতে। তবে, দীপাঞ্জন মানসিক কোনও অশান্তিতে ছিলেন এবং তিনি ফিরলে কাউন্সেলিং ভাবনাচিন্তা রয়েছে বলে জানিয়ে ছিলেন শান্তি দাস বসাক (Santi Das Basak)।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version