Friday, August 22, 2025

শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহনের শেষকৃত্য, সাতদিন অর্ধনমিত জাতীয় পতাকা

Date:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের সিংয়ের (Manmohan Singh) মৃত্যুতে আগামী সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। ২৬ ডিসেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় অর্থনীতির অন্যতম রূপকার। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে আগামী ১ জানুয়ারি পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত (National Flag will fly half-mast)রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে মুখ্যসচিব এবং প্রশাসনিক উচ্চ পদাধিকারীদের চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, আগামী শনিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেষকৃত্য সম্পন্ন হবে। সেদিন বিদেশের ভারতীয় দূতাবাসগুলিতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি এই এক সপ্তাহ জুড়ে সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশ জুড়ে শোক পালন। বিভিন্ন দলের নেতৃত্ব কর্মীদের স্মৃতিচারণায় বারবার ফিরছে বর্ষীয়ান অর্থনীতিবিদ রাজনীতিকের কর্মজীবনের প্রসঙ্গ। এদিন সকাল সাড়ে নটা নাগাদ মনমোহন সিংয়ের বাড়িতে যান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় নেতারা। সূত্রের খবর দুপুরের দিকে যেতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও । মনমোহনের প্রয়াণে শোকজ্ঞাপন বিসিসিআইয়েরও। আজ ভারতীয় ক্রিকেটারদেরও কালো ব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। আমেরিকা থেকে পাকিস্তান , বিদেশী রাষ্ট্রনেতারাও শোক প্রকাশ করেছেন। কংগ্রেস ঘোষণা করেছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ কংগ্রেসের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাতদিনের জন্য বাতিল করা হচ্ছে। এগুলি ফের শুরু হবে ৩রা জানুয়ারি থেকে। আগামী সাতদিন কংগ্রেসের দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি ভেনুগোপাল জানিয়েছেন, দলের সব ধরণের কর্মসূচি আপাতত স্থগিত থাকছে। এর পাশাপাশি কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার রাজ্যজুড়ে সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version