আমবাগানের মধ্যে চলন্ত মানুষের দেহ দেখে শিউরে উঠলেন চাঁচোলের (Chanchal) বাসিন্দারা। এমনভাবে দেহ পুড়ে যায় যে পুরুষ না মহিলা তা বোঝার উপায় ছিল না। পাশে পড়ে থাকা জুতো ও কানের দুল দেখে স্থানীয়দের অনুমান কোনও যুবতীকে খড়ের গাদায় পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ দেহটির অবশিষ্ট অংশ উদ্ধার করে ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠায়।
শুক্রবার দুপুরে মালদহের চাঁচোলের মালতিপুরে আম বাগানের (mango orchard) মধ্যে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে যান। সেখানে খড়ের গাদায় একটি জলন্ত দেহ দেখতে পান। তাঁদের সন্দেহ আগেই খুন করে পরে দেহতে আগুন লাগিয়ে দেওয়া হয় প্রমাণ লোপাটের জন্য। তবে মৃত যুবতীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যেহেতু দেহটি কোন যুবতীর হতে পারে, সে ক্ষেত্রে তাকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। এবং প্রমাণ লোপাটের জন্য আগুন লাগাতে পারে দুষ্কৃতীরা। পুলিশ প্রথমে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। কোথাও কোনো নিখোঁজ ডায়েরি (missing diary) হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে।
–
–
–
–
–
–
–
–